দিনভর নানা প্রশ্ন, রটনার পর অবশেষে শনিবার রাতে সামনে এল মিঠুন চক্রবর্তীর মেডিক্যাল বুলেটিন। ই এম বাইপাস সংলগ্ন যে হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন তিনি, সেই হাসপাতালের তরফে এ দিন সন্ধেবেলা এক বিবৃতিতে জানানো হয়েছে ব্রেনস্ট্রোকেই আক্রান্ত হয়েছেন ৭৩ বছরের এই অভিনেতা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যার নাম Ischemic Cerebrovascular Accident (Stroke)… হাসপাতালের তরফে জানানো হয়েছে এ দিন সকাল ৯টা ৪০ নাগাদ শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। মস্তিস্কের এমআরআইও করা হয়। এর পরেই গঠিত হয় এক মেডিক্যাল টিম।
এদিন হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে এই মুহূর্তে সুস্থ আছেন তিনি। স্নায়ুরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞের এক টিম এই মুহূর্তে তাঁর চিকিৎসার দায়িত্বে আছেন। অভিনেতার অবস্থা স্থিতিশীল। স্বাভাবিক ভাবে কথাবার্তা বলছেন তিনি। তবে শরীরে ডানদিকে খানিক দুর্বলতা রয়েছে। এ দিন সকালে অভিনেতার জ্যেষ্ঠ পুত্র মিমো চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছিল টিভিনাইন বাংলা। সে সময় যদিও তিনি বলেন, “বাবা সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর রুটিন চেক-আপ হচ্ছে। সুগার লেভেল পরীক্ষা করানোর জন্যই বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনারা যে বাবাকে নিয়ে এত চিন্তিত, তা দেখে ভাল লাগল। ধন্যবাদ।”’
অন্যদিকে এদিন দুপুরে মিঠুনকে দেখতে হাসপাতালে হাজির হয়েছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি অবশ্য ব্রেনস্ট্রোকের কথা রটনা বলে উড়িয়ে দেন। তিনি বলেন, “মিঠুনদার সঙ্গে দেখা হলে যা করে সেটাই করল। আমাকে বলল, সুগার লেভেলটা বেশি হয়েছিল। যা রটেছে তা মিথ্যে। যা দেখলাম তাতে চিন্তার কোনও কারণ নেই। কাল সকালেই হয়তো ছেড়ে দেবে।” যদিও হাসপাতালে বয়ান বলছে ব্রেনস্ট্রোকই হয়েছে তাঁর।
Be the first to comment