পদ খোয়ালেন ঘাটালের তৃণমূল নেতা শঙ্কর দলুই। ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন শঙ্কর। তাঁকে সেই পদ থেকে সরানো হল রবিবার। সেই জায়গায় আনা হল রাধাকান্ত মাইতিকে। গত কয়েকদিনে দেব ইস্যুতে শঙ্কর দলুইকে নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। এ নিয়ে শুধু ঘাটালের রাজনীতিতেই নয়, চাপানউতর তৈরি হয় বঙ্গ রাজনীতিতেও। দেবের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা শুরু হয়। এই আবহে শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক হয় দেবের। প্রায় ৪৫ মিনিটের সেই বৈঠক ছিল। সেখান থেকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করতে যান দেব। আর রবিবার বদলে গেল তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান। অপসারিত হন শঙ্কর দলুই।
সম্প্রতি একটি অডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই অডিয়োর সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি। তবে সেই ভাইরাল অডিয়োর হাত ধরে কাটমানির কথা প্রকাশ্যে আনেন শঙ্কর দলুই বলে অভিযোগ ওঠে। যদিও শঙ্কর দাবি করেছিলেন, এই কণ্ঠ তাঁর নয়। তবে সত্যি যাই হোক, এই বিতর্কের পর দেবের রাজনৈতিক অবস্থান, দলে থাকা এমনকী রাজনীতি থাকা নিয়েও নানা জল্পনা সামনে আসে।
পরিস্থিতি ক্রমাগত ঘোরাল বুঝে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড হস্তক্ষেপ করেন। দেবের সঙ্গে কথা বলেন অভিষেক নিজে। শনিবারের সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেই শনিবার তৃণমূলের অন্দর থেকে জানা গিয়েছিল।
Be the first to comment