তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বেছে নিয়েছিলেন ঘাটালের জন্য। মমতার হাত ধরেই রাজনীতির আঙিনায় পা রেখেছেন দেব। দু’বারের সাংসদ ঘাটাল থেকে। কিন্তু আসন্ন লোকসভায় তিনি আর প্রার্থী হবেন কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল বিস্তর। ঘাটালের একাংশের মানুষের মধ্যেও সাংসদ দেবকে নিয়ে ক্ষোভ রয়েছে। তবে এই বিতর্ক কাটিয়ে এবার দেব নিজেই জানিয়ে দিলেন, তিনি লড়ে যাবেন। রাজনীতির ময়দানে। আজ আরামবাগে মমতার সফর-সঙ্গী সাংসদ দেব। আরামবাগে এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে দেব বললেন, ‘আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’
ঘাটালের তৃণমূল সাংসদ দেব এদিন বলেন, ‘আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে। আমি রাজনীতিতে থেকে গেলাম, দিদির হাত ধরে।’ দেবের আরও দাবি, তিনি ঘাটালের মানুষের জন্যই আবার ফিরলেন। ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য লড়াই করার জন্যই তিনি আবার ঘাটালে ফিরলেন, সে কথাও জানালেন দেব। বললেন, ‘২০২৪ সালে আমি জিতব কি জিতব না, তা জানি না। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন রাজ্য সরকারের হাত ধরেই হয়।’
Be the first to comment