অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বিশ্বাসঘাতক বললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ, নালন্দা বিশ্ববিদ্যালয় লুঠ করা ছাড়া দেশের জন্য অমর্ত্য সেন কিছুই করেননি। বিতর্কের শুরু পদ্ম সম্মান ঘিরে। প্রসঙ্গত, রণদীপ সুরজেওয়ালা টুইট করেন, যাঁরা বিজেপির হয়ে প্রচার করে দলের বৃদ্ধিতে সাহায্য করছেন এমন কয়েকজনকে এবার পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। এরই জবাবে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, আরএসএস নেতারাও ভারতের নাগরিক। তাঁরা কঠোর পরিশ্রম করেন কিন্তু স্বীকৃতি পান না। কোনও আকাঙ্খা না রেখেই সমাজসেবা করেন তাঁরা।
পাশাপাশি তিনি আরও বলেন, এনডিএ এর আগে অমর্ত্য সেনকেও সম্মানিত করে, যিনি আসলে বিশ্বাসঘাতক। নালন্দা বিশ্ববিদ্যালয় লুঠ করা ছাড়া দেশের জন্য কী করেছেন তিনি বলেও প্রশ্ন তোলেন বিজেপির এই সাংসদ।
Be the first to comment