মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ নেতা কমল নাথ নাকি কংগ্রেস ছাড়তে চলেছেন। আজ, রবিবারই তিনি যোগ দিতে পারেন বিজেপিতে। একের পর এক নেতার এভাবে কংগ্রেস ছাড়ার ধাক্কা আদৌ সামলাতে পারবে কি না, সেই প্রশ্নের মাঝেই বড় খবর। জল্পনা আরও এক নেতা কংগ্রেস ছাড়তে পারেন। কমল নাথের পর এবার নাম উঠে এল মণীশ তিওয়ারির। একদিকে যেখানে কমল নাথ দলবদল করবেন কি না, তা নিয়ে জল্পনার মাঝেই খবর, আরেক কংগ্রেস নেতা মণীশ তিওয়ারিও নাকি বিজেপির দিকে পা বাড়াচ্ছেন। লোকসভা নির্বাচনের আগেই দলবদল করতে পারেন তিনি। বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মণীশ তিওয়ারি। পঞ্জাবের লুধিয়ানা থেকে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়ার সম্ভাবনা রয়েছে তাঁর।
যদিও রবিবার মণীশ তিওয়ারির অফিসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়। কংগ্রেস সাংসদের অফিসের তরফে জানানো হয়েছে, মণীশ তিওয়ারির বিজেপিতে যোগদানের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। উনি নিজের কেন্দ্রেই রয়েছেন এবং উন্নয়ন কাজ দেখছেন। গতকাল রাতেও তিনি একজন কংগ্রেস কর্মীর বাড়িতে ছিলেন।
Be the first to comment