দরজা বন্ধ হয়নি, তৃণমূলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে কংগ্রেসের। বিজেপিকে কেন্দ্র থেকে গদিচ্যুত করার জন্য তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট, কিন্তু লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোটের জট বাড়ছে। আসন ভাগাভাগি নিয়ে আলোচনা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। তবে চলতি সপ্তাহেই উত্তর প্রদেশ ও দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। এবার নজর বাংলার দিকে। শুক্রবারই কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কথাবার্তা চলছে। আলোচনার দরজা বন্ধ হয়নি।”
এ দিন সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “বাংলায় আসন ভাগাভাগি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা চলছে। আলোচনার দরজা বন্ধ হয়নি। আমি বারবার বলে এসেছি, এখনও বলছি। আসন ভাগাভাগি নিয়ে এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি, তবে কথা বলছে। আমি বাংলায় যে ছয়দিন ছিলাম, তখনও এক কথাই বলেছি। আপনারা শোনেননি বা বিশ্বাস করেননি। সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি নিয়েও এক কথা বলেছিলেন আপনারা, কী সমঝোতা হয়ে গেল তো?”
তৃণমূলের তরফে বলা হয়েছে, দূরবীন দিয়ে দেখলেও রাজ্যে কংগ্রেসের জন্য তৃতীয় আসন চোখে পড়ছে না। এই প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা বলেন, “তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বলেছেন যে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের শরিক। রাজনীতিতে এই ধরণের কথা চলতেই থাকে। রাজনীতিতে দু-দিনও অনেক বড় সময় হয়।”
সূত্রের খবর, বাংলায় প্রথমে কংগ্রেসকে দুটি আসন ছাড়তে রাজি হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু কংগ্রেস আরও আসনের দাবি করার পরই আলোচনা বন্ধ হয়ে যায়। সেই আলোচনাই শুরু হয়েছে আবার। বাংলায় পাঁচটি আসন দাবি করেছে কংগ্রেস। এর বিনিময়ে তৃণমূল পড়শি রাজ্য অসমে দুটি ও মেঘালয়ে একটি আসন দাবি করেছে।
Be the first to comment