অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফোন বিজেপি নেতা অমিত মালব্যর। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন। কোন দলে যোগ দেবেন, সেকথাও জানিয়ে দিয়েছেন নিজেই। রাজনীতির লড়াইয়ে বিজেপিতে যোগ দিতে চান তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, শীঘ্রই তিনি বিজেপিতে যোগদান করবেন। দিনক্ষণও জানিয়ে দিয়েছেন নিজেই। ৭ মার্চ। অর্থাৎ, আগামিকালই। আর তাঁর এই সিদ্ধান্তের পরই সূত্র মারফত জানা যাচ্ছে, বুধবার অবসরপ্রাপ্ত বিচারপতিকে ফোন করেন বিজেপি নেতা অমিত মালব্য। কী কথা হল তাঁদের মধ্যে?
সূত্র মারফত জানা যাচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করছেন বলে তাঁকে শুভেচ্ছা জানান পদ্ম নেতা অমিত মালব্য। তাঁর মতো মানুষের যে রাজনীতির ময়দানে আসা প্রয়োজন, সে কথাও অভিজিৎবাবুকে বোঝান বিজেপি নেতা। সঙ্গে অমিত মালব্য এও জানান, তিনি কলকাতায় এলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে জানিয়ে দিয়েছিলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে ৭ মার্চ যোগ দেব বিজেপি-তে। তবে ভোটে লড়ব কী লড়ব না, সেটা বিজেপির উচ্চ-নেতৃত্ব জানাবেন।’ যদিও এই বিষয়টি নিয়ে আলাদা করে আজ আর বিশেষ কিছু কথা তাঁদের মধ্যে হয়নি বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। আজ যে ফোন এসেছিল অভিজিৎবাবুর কাছে, তা সৌজন্য বিনিময়ের ফোন বলেই ব্যাখ্যা করছে ওই সূত্র। কবে তিনি বিজেপিতে যোগদান করবেন, সেই বিষয়ে এদিন তাঁদের ফোনালাপে কোনও কথা হয়নি বলেই সূত্রের দাবি। এখন দেখার আগামী দিনে রাজনীতির ময়দানে নতুন চলার পথ কেমন থাকে অবসরপ্রাপ্ত বিচারপতির জন্য।
Be the first to comment