নজরে উত্তর–দক্ষিণ কলকাতা! নির্বাচনের আগে একে অপরকে টেক্কা বিরোধীদের

Spread the love

শনিবার ঘোষণা করে দেওয়া হল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। সুতরাং সবার আগ্রহের জায়গাটি তৈরি হয়েছে দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতায় কবে ভোট হচ্ছে? সে তথ্যও জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁর ডান দিকে বসেছেন জ্ঞানেশ কুমার। বাঁ–দিকে সুখবীর সিং সান্ধু। দক্ষিণ কলকাতায় ভোট হবে এবং উত্তর কলকাতায় ভোটের তারিখ—১ জুন। এবার দক্ষিণ কলকাতায় সমীকরণটা বেশ জমজমাট হয়ে উঠেছে। কারণ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়কে। এই এলাকায় তিনি একদিকে যেমন জনপ্রিয় তেমন এলাকার সব কাজে তাঁকে পাওয়া যায়। আবার দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে মালা রায় বিপুল পরিমাণ কাজ করেছেন। সেটা রাস্তা, জল, আলো থেকে শুরু করে সামাজিক প্রকল্প মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া। এমনকী বাড়ি বাড়ি খোঁজ নেওয়ার কাজও তিনি করে থাকেন নীরবে নিভৃতে। সেগুলি প্রচারের আলোয় আসে না। এছাড়া পাড়ার খেলায় তাঁকে অংশ নিতে দেখা যায়। সেখানে বিজেপি এখনও দক্ষিণ কলকাতায় প্রার্থী খুঁজে পায়নি। তাই এখনও ঘোষণাও হয়নি।

তবে সিপিএম এখানে লড়াকু নেত্রীকে প্রার্থী করেছেন। যিনি বালিগঞ্জের উপনির্বাচনে পরাজিত হয়েছিলেন বাবুল সুপ্রিয়র কাছে। তবে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিলেন। হ্যাঁ, তিনি সিপিএম নেতা তথা ডাঃ ফুয়াদ হালিমের স্ত্রী এবং প্রয়াত বিধানসভার স্পিকার হাসিম আবদুল হালিমের পুত্রবধূ সায়রা শাহ হালিমকে। সুতরাং সিপিএমের এই প্রার্থী এখন থেকেই প্রচারে নেমে পড়েছেন। যদিও মনে রাখতে হবে তাঁর বিরুদ্ধে রয়েছেন পোড়খাওয়া রাজনীতিবিদ তথা এলাকার ঘরের মেয়ে মালা রায়। বিজেপি এখনও প্রার্থী দিতে না পারায় আপাতত প্রচার যুদ্ধ চলছে মালা–সায়রার মধ্যে।

এবার আসা যাক উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। যিনি একাধিকবার এখান থেকে সাংসদ হয়েছেন। এবার প্রার্থী। সেখানে বিজেপি এবং সিপিএম এখনও কাউকে প্রার্থী করেনি। এখানে বিজেপির একটা ভাল ভোটব্যাঙ্ক আছে। তার উপর তাপস রায় যোগ দিয়েছেন বিজেপিতে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন তাপস রায়। এখন গেরুয়া শিবিরে গিয়ে উত্তর কলকাতার প্রার্থী হতে পারেন। সিপিএম এখন জোটের দিকে তাকিয়ে আছে বলে ১৬ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে উত্তর কলকাতায় হেভিওয়েট প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই এলাকায় কাজও করেছেন তিনি। আবার সুবক্তাও। তবে শেষ হাসি কে হাসবেন তার জন্য অপেক্ষা করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*