রোজদিন ডেস্ক:- শুরু হয়ে গেছে রাজ্যে ৩টি কেন্দ্রে প্রথম দফায় ভোট। ভোটের সকাল থেকে বড় কোনও অশান্তির খবর এখনও নেই, তবে কিছু কিছু জায়গায় পার্টি অফিস ভাংচুর ও পোড়ানোর ঘটনা ইতিমধ্যে উঠে এসেছে। আর এইসব অভিযোগ মূলত আসছে কোচবিহার থেকেই। বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় কোচবিহারের একাধিক অংশ উত্তপ্ত হওয়ার ঘটনা উঠে আসে । ভোটের সকাল থেকেও কার্যত একই ঘটনা দেখা যায়।
কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয় অন্গ্নিদগ্ধ বলে জানা যায়। এই ঘটনার অভিযোগ মূলত বিজেপির দিকেই উঠে এসেছে। বিজেপি আশ্রিত গুন্ডারা বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ-২ ব্লকের বারোকোডালি-১ গ্রাম পঞ্চায়েতের হরিরহাট এলাকায় তাদের অস্থায়ী নির্বাচনী দফতরে আগুন ধরিয়ে দেয় বলে দাবি করেন।
১৮ নম্বর ওয়ার্ডের তোর্সার চর এলাকায় কিছু বাড়ি ভাঙচুরের অভিযোগও উঠে এসেছে ইতিমধ্যে। পাশাপাশি ভোটারদের ও ভয় দেখানো, বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, কোচবিহারে ভোটের জন্য ১১২ টি কোম্পানি ফোর্স আনা হয়েছে। এর পাশাপাশি ৪,৫২০ জন রাজ্য পুলিশও মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, জলপাইগুড়িতে বিজেপির বুথ অফিস পোড়ানোর অভিযোগ উঠে আসে তৃণমূল কংগ্রেসের ওপর। জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সিপাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত্রে কোনো বিপরীত দলীয়রা এই ঘটনা টি ঘটায় বলে অভিযোগ। দলীয় পতাকা থেকে ব্যানার সব পুড়ে ছারখার হয়ে যায়।
Be the first to comment