রোজদিন ডেস্ক:- রাজ্যে প্রথম দফার ভোট শুরু হতে না হতেই উত্তপ্ত কোচবিহার। শিতলকুচির ছোট শালবাড়ি এলাকার ২৮৬ নং বুথে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আগে থেকেই শোনা যাচ্ছিল বিতর্কিত দল গুলি অস্ত্র নিয়ে ঘোরা ঘুরি করছিল, যেটা দুদিন আগেই সোশ্যাল মিডিয়া তে দেখা যায়।
শীতলকুচির বরাদেওয়া প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্রে বি জে পি কর্মীর ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে। সুন্দর মাহাতো নামে একজন বি জে পি কর্মীর মাথা ফেটে গেছে বলে দাবি করেন এই দলের কর্মী সমর্থক রা। তবে তৃণমূল নেতৃত্ব বৃন্দ এই অভিযোগ অস্বীকার করেছেন।
তৃণমূল নেতা উদয়ন গুহ কে আসরে নামতে দেখা গিয়েছে। তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন বি জে পি র বিরুদ্ধে। জানা গেছে ৩ ঘণ্টার ভোট পর্বে প্রায় ১৫০ টির কাছাকাছি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন অফিসে।
দিনহাটা তে একজন তৃণমূলের ব্লক সভাপতি কে মারধর করার অভিযোগ উঠে আসে। হাসপাতালে দিনহাটা বিধায়ক উদয়ন গুহ তাঁকে দেখতে যান, এবং সেখানে পুলিশ ও নির্বাচন কমিশন কে দায়ী করেন। তিনি সমস্ত ক্ষোভ উগরে দেন পুলিশ ও নির্বাচন কমিশনের ওপর।
Be the first to comment