রোজদিন ডেস্ক:- তার মধ্যে পশ্চিমবঙ্গের তিন টি আসন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা কেন্দ্রও আছে।
এতক্ষণ ভোটদানের হারে এগিয়ে ছিল আলিপুরদুয়ার বিকেল ৪টে পর্যন্ত । পরে তাকে টপকে গেছে জলপাইগুড়ি ।
পশ্চিমবঙ্গের তিন আসনের মধ্যে জলপাইগুড়িতে বিকেল ৪টে পর্যন্ত ৬৭.২৮ শতাংশ ভোট পড়েছে।
আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভোট পড়েছে যথাক্রমে ৬৬.২৩ শতাংশ এবং ৬৫.৫৪ শতাংশ।
সকাল ৯টা পর্যন্ত তিন কেন্দ্রে গড়ে ১৫ শতাংশ ভোট পড়েছিল। পরবর্তী ২ ঘণ্টায় ভোটদানের হার বেড়ে তা প্রায় ৩০ শতাংশ হয়। এখন তা ৬৬ শতাংশ ছুঁয়েছে।
বেলা ১টা পর্যন্ত মোট গড় ভোটের হার ছিল ৫০ শতাংশের ওপর। দুপুর ৩টের রিপোর্ট বলে সেটি বেড়ে প্রায় ৬৬ শতাংশ হয়েছিল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ৩টে পর্যন্ত বাংলার তিন আসনে ভোটদানের মোট হার ৬৬.৩৪ শতাংশ।
এতক্ষণ ভোটদানের হারে এগিয়ে ছিল আলিপুরদুয়ার। এবার তাকে টপকে গেছে জলপাইগুড়ি।
পশ্চিমবঙ্গের তিন আসনের মধ্যে জলপাইগুড়িতে ৬৭.২৮ শতাংশ ভোট পড়েছে বিকাল ৪টে পর্যন্ত।
আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভোট পড়েছে যথাক্রমে ৬৬.২৩ শতাংশ এবং ৬৫.৫৪ শতাংশ।
সকাল ৯টা পর্যন্ত তিন কেন্দ্রে গড়ে ১৫ শতাংশ ভোট পড়েছিল। পরবর্তী ২ ঘণ্টায় ভোটদানের হার বেড়ে প্রায় ৩০ শতাংশ হয়। পরে তা ৬৬ শতাংশ ছুঁয়েছে।
Be the first to comment