রোজদিন ডেস্ক:- প্রথম দফার ভোট পর্ব শেষ হতে না হতেই এরই মধ্যে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রায় বেরোনোর তারিখ নির্দিষ্ট করেছিল কলকাতা হাইকোর্ট। আজ তার চূড়ান্ত রায় দিলো কোর্ট বাতিল করলো সম্পূর্ণ প্যানেল।
একসঙ্গে ৩৫০টি মামলার রায় ঘোষণা করবেন বলে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বলে জানিয়েছিলেন।প্রায় সাড়ে তিন মাস ধরে সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টে মামলাটির শুনানি চলছিল। গত ২০ মার্চ ওই বেঞ্চে শুনানি শেষ হয়।
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অনেকের চাকরি বাতিল হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশ মেনে ৫ হাজার চাকরি বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশন। চাকরি হারানো শিক্ষক বৃন্দ শীর্ষ আদালত বিচার এর জন্য আবেদন জানান। তারপর মামলা ফের কলকাতা হাই কোর্ট এর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছিল।
আজ সেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দুর্নীতি সংক্রান্ত মামলায় সর্বশেষ রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।
কলকাতা উচ্চ আদালত জানিয়ে দিল প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যাদের চাকরি দেওয়া হয়েছিল, সেই নিয়োগ ছিল অবৈধ বলে জানান হাই কোর্ট। মোট ২৩ হাজার ৭৫৩ জনের নিয়োগকে বাতিল করে দিল আদালত। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও জানিয়ে দিল যে, অতিরিক্ত শূন্য পদ তৈরির মাধ্যমে যাদের চাকরি দেওয়া হয়েছিল, ৪ সপ্তাহের মধ্যে তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে।
একসঙ্গে ৩৫০টি মামলার রায় ঘোষণা করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সকাল ১০.৩০ টায় ২৮১ পৃষ্ঠার রায় দেন বিচারপতি।
গত তিন মাস ধরে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির সব মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে শুনানি চলছিল। শুনানি তে ঘোষণা হয় ২০১৬ এস এস সি পরীক্ষার সব নিয়োগ বাতিল । রাজ্যের সমস্ত দফার ভোট মেটার পর নতুন করে আবার নিয়োগ পদ্ধতি চালু হবে। হাই কোর্ট এর বিচারপতি আরো বলেন আগামী ৪ সপ্তাহের মধ্যে সুদ সহ টাকা ফেরত দিতে হবে। এবং সেই সাথে এস এস সি পরীক্ষার ২৪৬৪০ টি শূন্য পদও ঘোষণা করলেন।
Be the first to comment