রোজদিন ডেস্ক :- সকাল সকাল বোমাতঙ্ক। হ্যাঁ ঠিক ই শুনছেন , খোদ রাজধানীর ১০০ টি স্কুলে ই – মেল মারফত হুমকি খবর আসতেই হুড়োহুড়ি পরে যায় স্কুল গুলিতে। খবর দেওয়া হয় পুলিশকে। পড়ুয়াদের তড়িঘড়ি বের করে আনা হয়।
প্রাথমিক ভাবে চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল , পূর্ব দিল্লির ময়ূর বিহারের মাদার মেরী স্কুল, এবং দ্বারকার দিল্লী পাবলিক স্কুলে আজ বোমা হামলার হুমকি দিয়ে ই – মেল করা হয় স্কুল কর্তৃপক্ষকে। এখনো পর্যন্ত প্রায় ১০০টি স্কুলে হুমকি মেল এসেছে। যার মধ্যে পাঁচটি স্কুল রয়েছে দক্ষিণ – পূর্ব দিল্লীতে, এবং তিনটি স্কুল পূর্ব দিল্লীতে।
দিল্লী পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্ত থেকে দেখা গিয়েছে , বহু জায়গাতেই একই মেল পাঠানো হয়েছে। একই ধাঁচের হুমকি দেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে, পুরো বিষয় টি খতিয়ে দেখা হচ্ছে।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ, দমকল বাহিনী এবং বম্ব স্কোয়াডের কর্মীরা। এখনো পর্যন্ত সব স্কুলে তল্লাশি জারি রয়েছে, শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো কোথায় কিছু পাওয়া যায় নি।
এদিকে হুমকি মেলের খবর টি ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকেরা। কিছু স্কুলে পরীক্ষা বন্ধ করে, ছাত্র ছাত্রী দের বাইরে বের করে আনা হয়েছে।
অনেক স্কুলে অভিভাবকদের বলা হয়েছে, তাঁরা যেন বাচ্চাদের বাড়ি নিয়ে যান।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে আর কে পুরমের দিল্লী স্কুলেও একই ধরনের হুমকি মেল আসে।
Be the first to comment