আমেঠিতে প্রার্থী হলেন কিশোরীলাল শর্মা

Spread the love

রোজদিন ডেস্ক :- দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রায়বেরেলি এবং আমেঠি কেন্দ্র থেকে কোন প্রার্থীর নাম কংগ্রেস থেকে ঘোষণা করা হবে, সেটি এখন জনসমক্ষে প্রকাশিত।
রাহুল গান্ধী নিজের মায়ের ছেড়ে দেওয়া আসন রায়বেরেলি থেকে মনোনয়ন জমা দেবেন শুক্রবার দুপুর ১২ টা নাগাদ।
এদিকে কংগ্রেসের তরফে আজ সকালে প্রার্থী ঘোষণা করা হয় আমেঠিতে। তবে এবার আমেঠিতে গান্ধী পরিবারের কেউ আর প্রার্থী হচ্ছেন না। ওই আসনে প্রার্থী হচ্ছেন কংগ্রেসের কিশোরীলাল শর্মা। সকাল ১০ টা নাগাদ কিশোরীলাল শর্মা তাঁর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধীও ওই মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তাঁর পাশে ছিলেন।

সম্প্রতি জানা গিয়েছে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খরগে বলা সত্ত্বেও রাহুল গান্ধী আমেঠী থেকে প্রার্থী হতে চাননি।২০১৯ সালে আমেঠীতে বি জে পি র স্মৃতি ইরানীর কাছে হেরে গিয়েছিলেন রাহুল। তাই এবার গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরী লাল শর্মা কে ওই কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ২০ মে পঞ্চম দফায় ভোট রাইবেরেলি এবং আমেঠীতে। সুতরাং জানা যাচ্ছে আমেঠীতে স্মৃতি ইরানীর সঙ্গে কিশোরীলাল শর্মা র প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*