রোজদিন ডেস্ক :- এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছিল ২৫,৭৫৩ জন। ২০১৬ সালের এসএসসির সমস্ত প্যানেল অবৈধ বলে জানিয়ে দিয়েছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।
হাই কোর্টের রায়ে বহু যোগ্য প্রার্থীরাও চাকরিহারা হয়েছেন। আর এই নিয়েই তৈরি হয়েছে জটিলতা। এবার চাকরিহারাদের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব বলে জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন।
হাইকোর্টের এই ঐতিহাসিক রায়ের প্রতিবাদে নামেন যোগ্য চাকরিহারারা। অবিলম্বে যোগ্য ও অযোগ্যদের তফাত করতে ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি করেন তারা এসএসসি দফতর এর কাছে। এই নিয়ে শুক্রবারও আচার্য্য ভবনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। সূত্রের খবর, তাঁদের এক প্রতিনিধি দল এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে এদিন দেখা করেন । এরপরই এসএসসির তরফে জানানো হয়, চাকরিহারাদের মধ্যে যোগ্য-অযোগ্যদের বিভাজন করা সম্ভব।
ইতিমধ্যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে সুপ্রিম কোর্টে চলছে মামলা। এদিন এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন, “আমরা যেমন অযোগ্যদের একটি তালিকা আদালতে দিয়েছিলাম, তেমনই বিতর্কিতদের তালিকাও সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরব। যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব।” একইসঙ্গে যারা কোনওভাবেই অযোগ্য নয়, তাঁদের পাশে থাকার বার্তা দেন কমিশন। আর কমিশনের এই বক্তব্যের পরই যোগ্য-অযোগ্যদের মধ্যে বিভাজনের ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছে তা খানিকটা কমল বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে আজ শুক্রবার প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে বঙ্গে এসেছিলেন এবং বর্ধমান এর একটি সভা থেকেই তিনি সকল কে আশ্বাস দেন যে ২০১৬ প্যানেলের যোগ্যদের পাশে থেকে সবরকম আইনি সহযোগিতা করবেন বিজেপি সরকার। যাঁরা সৎ, সঠিক ডিগ্রি আছে তাঁদের পাশে রয়েছে বিজেপি।
এসএসসি দুর্নীতির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বাকি, যা আগামী ৬ ই মে সুপ্রীম কোর্টে মামলটির শুনানি হতে চলেছে।
Be the first to comment