২০২০ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনাল মেলবোর্নে

Spread the love

২০২০ সালের টি-২০ বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ায়। টি-২০ বিশ্বকাপের জন্য ভেন্যুগুলোর নাম প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। ভেন্যুগুলো হচ্ছে অ্যাডিলেড, ব্রিসবেন, ক্যানবেরা, জিলং, হোবার্ট, পার্থ, সিডনি ও মেলবোর্ন। ফাইনাল অনুষ্ঠিত হবে মেলবোর্নে। একই সাথে মহিলাদের টি-২০ বিশ্বকাপও আয়োজন করবে অস্ট্রেলিয়া। মহিলাদের বিশ্বকাপ ২১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৮ই মার্চ। আর ছেলেদের শুরু হবে ১৮ অক্টোবর। ১৫ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
২০২০ বিশ্বকাপে ১৬টি দেশ অংশ নেবে। দেশগুলো হল: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেপাল, জিম্বাবোয়ে, সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডস, আফগানিস্তান, হংকং এবং আয়ারল্যান্ড। আর মহিলাদের বিশ্বকাপে ১০টি দেশ অংশ নেবে। মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনাল হবে সিডনিতে আর পুরুষদের টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল হবে একটা সিডনিতে আর একটা অ্যাডিলেডে। আর আন্তর্জাতিক মহিলা দিবস ৮ই মার্চে মহিলাদের ফাইনাল অনুষ্ঠিত হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*