রোজদিন ডেস্ক :- আজ ৭ ই মে, রাজ্যে তৃতীয় দফার ভোট গ্রহণ হয় চারটি কেন্দ্রে। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ এ।
ভোট পর্ব সম্পন্ন হওয়ার পর তৃণমুল ভবনে ডা: শশী পাঁজা সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন তৃণমুল কংগ্রেস চারটি কেন্দ্রে একেবারে বাউন্ডারি মেরেছে।
তাঁর কথায় এক অশুভ আঁতাত চলছে মালদা, মুর্শিদাবাদে। বিজেপি, বাম – কংগ্রেস সকলে মিলে এক সন্ত্রাসের আবহাওয়া তৈরী করেছে। তৃণমুল কংগ্রেস পরিষ্কার, স্বচ্ছ নির্বাচন করানোর পক্ষপাতী, কিন্তু বিরোধী দল গুলি সেটা মেনে চলছেন না।
ডাঃ পাঁজার বক্তব্যে উঠে আসে “বামেদের ডিএনএ তেই রয়েছে সন্ত্রাস, তাই প্রার্থী মহম্মদ সেলিম ঘাড় ধাক্কা দিচ্ছেন।” বি জে পি প্রার্থী বলছেন আবার একটা শীতলকুচির ঘটনা ঘটবে।
ডাঃ শশী পাঁজার বক্তব্যে শোনা যায় বিরোধী দলগুলি আপ্রাণ চেয়েছিল গণ্ডগোল করার।
আজকের ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে তিনি জানান।
আজকের সাংবাদিক সম্মেলনে তিনি সন্দেশখালীর ঘটনা, রাজ্যপালের ঘটনা নিয়ে বিজেপি কে কটাক্ষ করেন। তিনি আরো বলেন,”নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হয়েছে যাতে সমগ্র ভারতবর্ষে স্বচ্ছ ভাবে সকল রাজনৈতিক দল নির্বাচনের কাজ করতে পারে।”
এরই মধ্যে এসএসসি নিয়ে সুপ্রীম কোর্টের সাময়িক রায়কেও স্বাগত জানিয়েছেন তাঁরা।
Be the first to comment