রোজদিন ডেস্ক :- ইভিএমে কারচুপির অভিযোগে সরব হলেন মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এ ব্যাপারে বুধবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়তে দেখা যায় বিজেপি প্রার্থীকে। টেলিফোনে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকের কাছে অভিযোগও জানান তিনি।
গত ৭ মে তৃতীয় দফায় মালদহ উত্তর, দক্ষিণ এবং মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ভোট হয়েছে। এদিন স্ট্রং রুম পরিদর্শনে গিয়েছিলেন খগেন।
বিজেপি প্রার্থীর অভিযোগ, “ইভিএম ঢোকানো হলেও স্ট্রং রুম তালা বন্ধ করা হয়নি। নিশ্চয়ই কারচুপির উদ্দেশ্যেই স্ট্রং রুম বন্ধ করা হয়নি।”
এরপরই স্ট্রং রুমের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় বিজেপি প্রার্থীকে। যদিও এ ব্যাপারে জেলা নির্বাচনী দফতরের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়েরও।
বস্তুত, মালদহ উত্তর কেন্দ্রটি বিজেপির দখলে। এই লোকসভা কেন্দ্র থেকে ৮৪ হাজার ২৮৮ ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু।
Be the first to comment