রোজদিন ডেস্ক :- শুক্রবারএক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল পুরুলিয়া। মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে প্রাণ হারালেন ৫ জন। জখম হয়েছেন আরও ৬ জন। দুর্ঘটনাটি ঘটেছে নিতুড়িয়া থানা এলাকার পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ভামুরিয়া মোড়ের কাছে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় বেপরোয়া ভাবে লরিটি আসছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একটি লরি পুরুলিয়ার থেকে বরাকরের দিকে যাচ্ছিল সেই সময় বেপরোয়াভাবে এসে প্রথম একটি যাত্রীবোঝাই টোটো তারপর একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ওই ঘাতক লরিটি আশেপাশে থাকা পথচারীদেরও ধাক্কা মারে।
ভয়াবহ এই দুর্ঘটনায় জখম হন ১১ জন।
তাঁদের সঙ্গে সঙ্গে হাড়মাড্ডি গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হলে চিকিৎসকরা ওই ৫ জন কে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি গুরুতর জখম দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র হাসপাতালে পাঠানো হয়। পরে এই দুর্ঘটনার জন্য ঘাতক লরিটিকে আটক করে নিতুড়িয়া থানার পুলিশ। এদিকে চোখের সামনে এই দুর্ঘটনা ঘটতে দেখে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে যানের গতিবিধি নিয়ন্ত্রণের দাবিতে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কর্মীরা পৌঁছায় এবং নিয়ন্ত্রণে আনে। বিষয়টিকে কেন্দ্র করে শোকের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। কিন্তু উত্তেজনাও রয়েছে চারিদিকে।
উল্লেখ্য, দুদিন আগেই প্রায় একই ধরনের দুর্ঘটনার সাক্ষী থেকেছেন হুগলি জেলার শ্রীরামপুরের মানুষ। সেখানেও বাঙ্গিহাটির মোড়ে যাত্রীবোঝাই একটি টোটোকে পিষে দেয় একটি লরি। সেখানেও এর জেরে মৃত্যু হয় তিনজনের। এরপর বেপরোয়া লরিগুলির গতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। ঘাতক লরি সহ বেশ কয়েকটি গাড়িতে ভাংচুরও চালানো হয়। বিষয়টিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।
Be the first to comment