রোজদিন ডেস্ক :- ভোটের আগের রাতে খুন হলেন তৃণমূল কর্মী মিন্টু শেখ। ভোটের কাজ সেরে ফেরার পথে, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে বোমা-গুলি ছুঁড়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে কেতুগ্রাম বোলপুর লোকসভার মধ্যে।
এখানে যদিও তৃণমূলের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। কিন্তু নিহতের পরিবার খুনের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে। রাতে তৃৃণমূল কর্মীর দেহ উদ্ধারে গেলে পুলিশকে বাধার মুখে পড়তে হয়। এরপর কাটোয়ার SDPO পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে প্রায় ২ ঘণ্টা পর দেহ উদ্ধার হয়। পুরনো শত্রুতার জেরেই খুন বলে পুলিশের অনুমান। নিহত তৃণমূল কর্মী আনখোলা গ্রাম পঞ্চায়েতের চেঁচুরিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, নিহত তৃণমূল কর্মীর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।
খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ ১০টি মামলা রয়েছে অভিযুক্ত আন্দাই শেখের বিরুদ্ধেও।
Be the first to comment