রোজদিন ডেস্ক :- একটা চলে যাওয়া প্রাণ, পড়ে থাকা নিথর শরীর। সেই শরীরের বিভিন্ন অঙ্গ গুলি এককথায় দান করবেন ভাবেন পরিবারের সদস্যরা। হ্যাঁ, এটাই ঘটতে চলেছে এস এস কে এম হাসপাতালে। সরকারী হাসপাতালে উন্নত পরিকাঠামোর সাহায্যে একই সঙ্গে প্রতিস্থাপন হবে হার্ট ও ফুসফুস। এই অপারেশন এর ফলে নতুন জীবন পেতে চলেছে এক আঠারো বছর বয়সী যুবক।
এসএসকেএমের কার্ডিও থোরাসিক সার্জারি বিভাগে অঙ্গ প্রতস্থাপনের অপারেশন হতে চলেছে। জানা গেছে, ব্রেন ডেথ এক রোগীর শরীর থেকে হার্ট ও দুটি ফুসফুস নিয়ে এক তরুণের শরীরে প্রতিস্থাপন করা হবে। গ্রিন করিডর করে এসএসকেএমে নিয়ে আসা হবে ব্রেন ডেথ রোগীর অঙ্গ। তারপর তরুণের শরীরে প্রতিস্থাপনের অপারেশন শুরু হবে। একই সঙ্গে হার্ট ও ফুসফুস ট্রান্সপ্লান্টের সার্জারি করবেন অভিজ্ঞ ডাক্তারবাবুরা।
ব্যক্তিগত শোকের ঊর্ধ্বে জায়গা করে নিল মানবিকতা, সচেতনতা। কলকাতার এসএসকেএম হাসপাতালে অঙ্গদানের ফের নতুন দৃষ্টান্ত তৈরি হতে চলেছে।
ব্রেন ডেথ রোগীর পরিবার রাজি হওয়ার পরেই আর দেরি করেননি এসএসকেএমের ডাক্তাররা। গ্রিন করিডর করে ব্রেন ডেথ রোগীর হার্ট ও ফুসফুস এসএসকেএমে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ।
করোনার সময়েও অঙ্গদানের দৃষ্টান্ত তৈরি হয়েছিল এ শহরে। সেই ধারাই অব্যাহত রইল। এতদিন সরকারি হাসপাতালে ।কলকাতায় অঙ্গদানের প্রয়োজনীয়তা ও সচেতনতা প্রচারের পরে এখন তা আরও বেড়েছে।
Be the first to comment