রোজদিন ডেস্ক :- লোকসভা ভোট চলাকালীন বিধানসভার ভোটপরবর্তী হিংসার তদন্তে পূর্ব মেদিনীপুরে গেল CBI. শুভেন্দু অধিকারীর জেলায় দুই তৃণমূল নেতার বাড়ি-সহ একাধিক জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দারা ঢুকে পড়লেন সকাল সকাল। মারিশদার সিজুয়া গ্রামে সকাল সোয়া ৬টা থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলেন গোয়েন্দারা। তারপর বাড়িতে ঢুকে শুরু হয় জিজ্ঞাসাবাদ।
গত বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর, ভোটপরবর্তী হিংসার একাধিক অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তার তদন্ত করছে CBI।
তারই তদন্তে এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ সিজুয়া গ্রামে তৃণমূল নেতা দেবব্রত পণ্ডার বাড়িতে পৌঁছে যান CBI আধিকারিকরা।
CBI সূত্রে খবর, তৃণমূল নেতা বাড়িতে না থাকায় তাঁর মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল সাড়ে ৭টা নাগাদ দেবব্রত পণ্ডার বাড়ি থেকে বেরিয়ে দু’কিলোমিটার দূরের একটি গ্রামে গিয়ে তাঁর সন্ধানে খোঁজখবর করে CBI। সেখান থেকে আবার অন্য জায়গায় যান কেন্দ্রীয় তদন্তকারীরা।
ইছাগেরা গ্রামেও আরেক তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারীরা অভিযান চালান। সকাল ৬.৪০ মিনিট নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে, তৃণমূল নেতা নন্দদুলাল মাইতির বাড়িতে পৌঁছে যান CBI আধিকারিকরা।
২০২১-এ বিধানসভা ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত নন্দদুলাল মাইতি তৃণমূল পরিচালিত ভাজাচাউলি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান!
CBI সূত্রে খবর, তৃণমূল নেতা নন্দদুলাল মাইতিকেও তাঁর বাড়িতে পাওয়া যায়নি। স্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর কুড়ি মিনিটের মধ্যে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে বেরিয়ে যান CBI আধিকারিকরা। আটটা পর্যন্ত আশপাশের এলাকায় খোঁজখবর নেন তাঁরা।
Be the first to comment