মমতা প্রসঙ্গে খাড়গে অধীর সংঘাত..

Spread the love

রোজদিন ডেস্ক:- বাংলায় তৃণমূলের সঙ্গে জোট হয়নি কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলো নীতি নিয়েই লড়ছেন লোকসভায়। আর এই জোট না হওয়ার পিছনে অধীর চৌধুরীকেই কাঠগড়ায় দাঁড় করান তৃণমূলের নেতারা। তিনিও নিজের অবস্থান থেকে সরতে অনড়। লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারের মাঝে সুর চড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি ইন্ডিয়া জোটের সরকার গঠন নিয়ে মন্তব্য করেছেন। যাতে আপত্তি দেখিয়েছেন অধীর।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে কার্যত কড়া হুঁশিয়ারি দিলেন মল্লিকার্জুন খাড়গে। স্পষ্ট করলেন, হাইকমান্ডের সিদ্ধান্ত মানতে কারও সমস্যা থাকলে সে বেরিয়ে যেতে পারে।

অধীরের মমতা বিরোধিতার তোয়াক্কা না করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘নির্ণয় নেওয়ার মতো অধীর রঞ্জন চৌধুরী কেউ নন। আমি বলেছি, আমরা হাইকমান্ড। আমরা যা সিদ্ধান্ত নেব, সেটাই মানতে হবে। কেউ তা না মানলে বেরিয়ে যেতে পারেন।’ অর্থাৎ ভোটের পর ইন্ডিয়া সরকার গঠন হলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থাকবে কি না, তা নিয়ে অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন…এমনটাই সটান বলে দিলেন কংগ্রেস সভাপতি।

অধীরের উদ্দেশে খাগরে শনিবার বলেন, ‘‘হয় হাইকমান্ডের কথা মানতে হবে, তাদের সিদ্ধান্ত অনুসরণ করতে হবে, না হলে বাইরে যেতে হবে।”এই বক্তব্যের অব্যবহিত পরেই অধীর সংবাদ মাধ্যমে বলেছিলেন, ‘‘আমিও কংগ্রেসের সিডব্লিউসি (কংগ্রেস ওয়ার্কিং কমিটি) মেম্বার। আমিও হাইকমান্ডের লোক।’’ তার পর এ নিয়ে বহরমপুর কংগ্রেস দফতরে সাংবাদিক বৈঠক করেন অধীর। সেখানেই তিনি বলেন, ‘‘কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাঁকে খাতির করব, তা তো হতে পারে না। দলের সৈনিক হিসেবে এই লড়াই আমি থামাতে পারব না।’’ তাঁর কথায়, ‘‘আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতায় কোনও ব্যক্তিগত বিদ্বেষ নেই। পশ্চিমবঙ্গে আমার পার্টি রক্ষা করার লড়াই করছি।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*