রোজদিন ডেস্ক :- দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে মুখ্যমন্ত্রী নির্বাচনী সভা করেন সাগর বিধান সভায়।
সাগরের সভায় মুখ্যমন্ত্রী বলেন , “বিকেলে সভা করার কথা ছিল , কিন্তু আবহাওয়া ভালো নয়। তাছাড়া সুন্দরবন কে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয়। আমি জানি, আমরা মনুষের সাথে আছি।”
তিনি বলেন,‘‘আমাকে অভিষেক বলল গঙ্গাসাগর যেতে হবে। প্রতি বছর গঙ্গাসাগর নিয়ে মিটিং হয়। আমার মন্ত্রীরাও দায়িত্বে থাকে। দিল্লির সরকার এর জন্য কিছু করেনি।’’
ঘূর্ণি ঝড় নিয়ে সাবধান বানীও দেন ‘‘ঘূর্ণিঝড় আসতে পারে। যাঁরা সমুদ্রে মাছ ধরতে যান তাঁদের বারণ করা হয়েছে সমুদ্রে যেতে। কিছু হলে প্রশাসন আছে। আগে মথুরাপুর কেন্দ্র চৌধুরী মোহন জাটুয়ার কেন্দ্র ছিল। উনি খুব ভালো মানুষ, এখন অসুস্থতার জন্য সেইভাবে বেরোতে পারেন না। অন্যান্য কর্মীবৃন্দ ভালো কাজ করেন।এ বার আমরা এক কর্মী বাপি হালদারকে প্রার্থী করেছি। ও মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে।”
মমতা বলেন, ‘‘আমি দিল্লির সরকারকে বলেছি সেতু করে দিতে। করেনি, আমরাই করে দেব। আমরা যা বলি তা করি।’’
বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘বিজেপি মিথ্যা কথা বলে। আর একটা পার্টি সিপিএম এবং কংগ্রেস। আমরা দিল্লিতে জোট ‘ইন্ডিয়া’তে আছি। সম্ভবত ‘ইন্ডিয়া’ ক্ষমতায় আসবে। আমরা নেতৃত্ব দেব। এখন ইচ্ছা করে সরকার প্ল্যান করেছে, যাতে মুসলমান ভাইয়েরা হজে চলে যায়। ভোট দিতে না পারে। বাকি ভোট যেন পড়ে। ইচ্ছা করে আপনাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেয়। ১৫ লক্ষ ওবিসি কার্ড বাতিল করে দিল। মগের মুলুক! আমি আরও উচ্চ আদালতে যাব। আমি রায় মানি না। লজ্জা করে না?’’
মমতা বলেন, ‘‘মোদী বলছেন আমার বাবা-মা ছিল না। ঈশ্বর নাকি তাঁকে তৈরি করেছেন। জগন্নাথ দেবও নাকি ওঁর ভক্ত। বলে দিচ্ছে তা হলে আপনার মন্দির তৈরি করে দেবে। তুলসি, ধূপ দিচ্ছি। খাও-দাও বসে থাক। দেশটাকে বিক্রি করতে হবে না।’’
তাঁর কথায় উঠে আসে আরও প্রসঙ্গ। তিনি প্রধানমন্ত্রীকে প্রচারবাবু বলেছেন। আরও বলেন বিজেপির মতো বড়ো চোর নেই। বিজেপি না করলে কাদা, আর বিজেপি করলে সাদা।
Be the first to comment