ভোট পরবর্তী সন্ত্রাস, নদিয়ায় যুবককে কুপিয়ে খুন..

Spread the love

রোজদিন ডেস্ক:- শনিবার মিটলো রাজ্যের সপ্তম দফার ভোট। সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে না মিটলেও বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়েই গেছে। কিন্তু ভোট মিটতেই আরও অশান্তি শুরু। তবে ভোট গণনার তিন দিন আগে ১ জুন নদিয়ার কালীগঞ্জের পচা চাঁদপুরের রেললাইন পাড়া এলাকায় এক যুবককে গুলি করে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। মৃতের নাম হাফিজুর শেখ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যার সময় বাড়ির অদূরে ক্যারাম খেলছিলেন হাফিজুর। সেই সময় কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়। এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। ছুটে পালাতে গেলে গুলিবিদ্ধ হন হাফিজুর। মাটিতে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃত্যু নিশ্চিত করতে এরপর ধারাল অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। এমনকী ধর থেকে মাথা কেটে তাণ্ডব করে দুষ্কৃতীরা।
খুনের নেপথ্যে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনার পর মৃত যুবকের বাড়িতে যান বিজেপির নদিয়া জেলার উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। তাঁর দাবি, “লোকসভা ভোটের আগে জয়নুদ্দিন মোল্লা ওরফে বগার নেতৃত্বে ওই গ্রামের অনেকেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই রাগেই তৃণমূল ওকে খুন করেছে।”

বিজেপির অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। তাঁর দাবি, “ফায়দা নিতে অরাজনৈতিক ঘটনায় রাজনীতির রঙ লাগাচ্ছে বিজেপি। পুলিশ তদন্ত করছে।” প্রাথমিক তদন্তে পুলিশও জানিয়েছে, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। খুনের নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে বলে পুলিশের অনুমান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*