NDA – এর সংসদীয় দলের বৈঠকে আজ মোদী আগামী ১০ বছরের পরিকল্পনার চিত্র দেখালেন..

Spread the love

রোজদিন ডেস্ক :- তৃতীয় বার মোদী সরকার গঠনের প্রস্তুতি চলছে একদম জোরতোর ভাবে । এরই মধ্যে শরিকদের সঙ্গে মন্ত্রিত্ব নিয়ে টানাপোড়েনের জল্পনার মধ্যেই NDA-র সংসদীয় দলের বৈঠকে জোটের নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী। নায়ডু থেকে নীতীশ , প্রত্যেকেই অকুণ্ঠ সমর্থন জানালেন তাঁকে। জেডিউ প্রধান তো বললেন, যেখানে যেখানে এবার আসন হারিয়েছে এনডিএ, আগামী নির্বাচনে তাও ফিরে আসবে এনডিএতেই। আর মোদীর কথায়, ‘২০২৪-এর লোকসভা নির্বাচন সব দিক থেকেই এনডিএ-র মহাবিজয়’। এরপর রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানাবে NDA শিবির।
শুক্রবার মোদীর ভাষণ জুড়ে শুধুই এনডিএ। মোদী সরকার নয়, বারবার তাঁর গলায় শোনা গেল এনডিএ-র সংকল্পের কথা। বললেন, ‘আমার সৌভাগ্য যে আপনারা সকলে সর্বসম্মতিক্রমে আমাকে নেতা নির্বাচিত করে এই গুরু দায়িত্ব দিয়েছেন। ২০১৯-এর পর আবার আমাকে এই দায়িত্ব দেওয়ার অর্থ আমাদের দুজনের মধ্যে বিশ্বাসের ভিত্তি মজবুত রয়েছে। ‘

এদিন মোদী বললেন, ‘সরকার কীভাবে কাজ করতে পারে সেটা আমরাই প্রথম বুঝিয়েছি। সরকারের সঙ্গে মানুষের সরাসরি সংযোগ তৈরি হয়েছে’ এবার মোদীর ভাষণে আগামী ৫ বছর নয়, সরাসরি আগামী ১০ বছরের পরিকল্পনা চিত্র দেখালেন মোদী। তিনি বললেন, ‘আগামী দশ বছরে ভালো প্রশাসন, উন্নয়ন, মহিলাদের উন্নতি এগুলোই আমাদের লক্ষ্য। সংসদে যে কোনও দলের প্রতিনিধিই আমার কাছে সবার গুরুত্ব সমান। লোকসভা কিংবা রাজ্যসভার সব সদস্যের গুরুত্ব আমার কাছে সমান কারণ তাঁরা সবাই মানুষের আস্থাভাজন। তৃণমূল স্তর পর্যন্ত মানুষের কাছে পরিষেবা সবাই মিলে পৌঁছে দিতে হবে’
এবার মোদী বারবার করে কৃতজ্ঞতা জানালেন তাঁর দক্ষিণ ভারতীয় শরিকদের। বললেন, ‘দক্ষিণ ভারতে এবার এনডিএ নিজেদের জায়গা মজবুত করেছে। কর্ণাটক আর তেলঙ্গনাতেও আমাদের জায়গা শক্ত হয়েছে। তামিলনাড়ুর কার্যকর্তাদেরও আমি ধন্যবাদ জানাব। তামিলনাড়ুতে আমরা আসন পাইনি, কিন্তু আগামী দিনে কী হতে চলেছে তা স্পষ্ট হয়ে গেছে’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*