শিয়ালদহ শাখায় একাধিক রেল পরিষেবা ব্যাহত, ভোগান্তি নিত্য অফিস যাত্রীদের..

Spread the love

রোজদিন ডেস্ক :- প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত রেল পরিষেবা। তার জেরে অফিস টাইমে চরম ভোগান্তি। প্রসঙ্গত, ১২ বগির ট্রেন চালানোর পরিকাঠামো তৈরির জন্য রবিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম।
কোথাও সংক্ষিপ্ত রুট সেইসঙ্গে দেরিতে ঢুকছে ট্রেন। শিয়ালদা সেকশনে প্রতিদিন ৮৯৪টি ট্রেন যাতায়াত করে। তার মধ্যে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেইমতো সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৮০৬। সেই ৮০৬টা ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
শিয়ালদা পর্যন্ত না গিয়ে দমদম, দমদম ক্যান্টনমেন্ট এবং বারাসাত পর্যন্ত যাতায়াত করছে সেগুলি। চারটি দূরপাল্লার ট্রেন শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করবে। সেগুলি হল, শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস এবং আসানসোল এক্সপ্রেস। স্টেশন বদলালেও প্রতিটি ট্রেনের ছাড়ার সময় একই থাকছে।

প্ল্যাটফর্ম সম্প্রসারণের জেরে যাত্রী ভোগান্তি কমাতে, রাজ্য সরকারের পরিবহণ দফতরের কাছে বেশি বাস চালানোর অনুরোধ জানানো হয়েছে রেলের শিয়ালদা ডিভিশনের তরফে।
প্রসঙ্গত, ১২ বগির ট্রেন চালানোর পরিকাঠামো তৈরির জন্য রবিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। চাপ বাড়বে কলকাতা ও দমদম স্টেশনের ওপর। চারটি দূরপাল্লার ট্রেন শিয়ালদার পরিবর্তে ছাড়বে কলকাতা স্টেশন থেকে। অতিরিক্ত বাস পরিষেবা দিতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে পূর্ব রেল।
রেল সূত্রে খবর, শিয়ালদা স্টেশনের বাকি ১৬টি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে এই সময়ে দমদম থেকে কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস চালাতে রাজ্যকে অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

শুক্রবার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। শনিবারও শিয়ালদা শাখায় যাত্রী-দুর্ভোগের সেই ছবিটা পালটানোর সম্ভাবনা কম। বরং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা আছে। সেই পরিস্থিতিতে ট্রেনযাত্রীদের যাতে কোনও গুরুত্বপূর্ণ পয়েন্ট বা মেট্রো স্টেশনে পৌঁছে দেওয়া যায়, সেজন্য সরকারি বাসের বিশেষ শাটল পরিষেবা চালু করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*