সুপ্রিম কোর্ট ও দেশের ২৪টি হাইকোর্টের বিচারপতিদের বেতন বাড়তে চলেছে প্রায় ২০০ শতাংশ। কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। জানা গিয়েছে, ২৭ জানুয়ারির গ্যাজেট নোটিফিকেশন অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেতন বেড়ে দাঁড়াবে ২ লক্ষ ৮০ হাজার টাকা। বর্তমানে তাঁর বেতন ১ লক্ষ টাকা।
নয়া বেতন পরিকাঠামোয় ২ লক্ষ ৮০ হাজার টাকা ছাড়াও সরকারি বাসভবন, গাড়ি, স্টাফ ও ভাতা সবই পাবেন। সুপ্রিম কোর্টের অন্য বিচারপতি ও হাইকোর্টের প্রধান বিচারপতিরা পাবেন মাসিক আড়াই লক্ষ টাকা। বর্তমানে তাঁদের বেতন ৯০ হাজার টাকা। এছাড়া অন্য সুযোগসুবিধাও পাবেন তাঁরা।
হাইকোর্টের বিচারপতিরা বর্তমানে বেতন পান ৮০ হাজার টাকা। এখন থেকে তাঁরা পাবেন মাসিক ২ লক্ষ ২৫ হাজার টাকা।
Be the first to comment