রোজদিন ডেস্ক :- শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড।
শুক্রবার ভর দুপুর বেলায় আগুন লাগল অ্যাক্রোপলিস মলের চতুর্থ তলায়। ধোঁয়ায় ঢেকে গেছে মল চত্বর। চতুর্থতল থেকে আগুন লেগেছে বলে অনুমান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কিন্তু ধোঁয়ার জন্য দমকল কর্মীদের মলের ভিতরে ঢুকতে অসুবিধায় পড়তে হয়।
আপৎকালীন ভিত্তিতে ভিতরের সমস্ত দোকানের কর্মীদের নিরাপদে সরিয়ে দেওয়া হয়। মলে ঘুরতে এসেছেন যাঁরা তাঁদেরকেও বাইরে বের করে দেওয়া হয়েছে। পাশেই রয়েছে গীতাঞ্জলি স্টেডিয়াম। মলের কর্মীরা আশ্রয় নিয়েছে সেখানে। কেউ মলের ভিতর আটকে নেই দমকল সূত্রের খবর। এই অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। ওই মলের ফুড কোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। দিনের ব্যস্ত সময়ে অ্যাক্রপলিস মলে ছিল যথেষ্টই ভিড়। সেই সময়ই ধোঁয়া উঠতে দেখা যায়। সেই সময় ওই মলে যারা ছিলেন দৌড়ঝাঁপ শুরু করে দেন। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
দক্ষিণ কলকাতার কসবায় এই শপিং মলটি রয়েছে। বহু মানুষ মলের বিভিন্ন প্রতিষ্ঠানে সেই সময় হাজির ছিলেন। মলের ভিতর থাকা বিভিন্ন বিপনিতে ছিল ভিড়। অ্যাক্রপলিস মলের ফুড কোর্টে অনেকেই পছন্দের খাবার খেতে ঢুকেছিলেন। হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখে মল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ।চারদিন আগেই কলকাতার পার্কস্ট্রিট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
ফের সেই ঘটনার রিস্ক কাটতে না কাটতেই শুক্রবার দিনের ব্যস্ত সময়ে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে।রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন ঘটনাস্থলে চারটি ইঞ্জিন খবর পেয়েই পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে নেমে পড়েন দমকল কর্মীরা।গলগল করে বেরোচ্ছে ধোঁয়া। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। ওই শপিংমলের ভিতরে অক্সিজেন মাস্ক পরে ঢুকেছেন দমকল কর্মীরা। আগুনের উৎস সন্ধান চলছে। কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ার কারণে অন্ধকার হয়ে গিয়েছে শপিংমলের ভিতর।
Be the first to comment