বাজেটের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খারাপ খবর

Spread the love

সপ্তম পে কমিশনের সুপারিশ অনুসারে বর্ধিত বকেয়া বেতন না দেওয়ার ভাবনা মোদি সরকারের। সূত্রের খবর, খুব শীঘ্রই মন্ত্রিসভার সামনে এই প্রস্তাব রাখতে চলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়ানোর সুপারিশ অনুমোদন করা হয়েছে বলে খবর। কিন্তু, এর সঙ্গে রয়েছে একটি দুঃখের খবরও। একইসঙ্গে অর্থমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে নয়া বেতন পরিকাঠামো চালু হওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এর জন্য কোনও এরিয়ার পাবেন না।

প্রসঙ্গত, এপ্রিল থেকে একলাফে অনেকটাই বাড়বে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ন্যূনতম সাত হাজার টাকা থেকে মাসিক ১৮ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে এবং সর্বোচ্চ মাসিক বেতন ৯০,০০০টাকা থেকে বেড়ে দাঁড়াবে ২.৫ লক্ষ টাকা। তবে বেতন কাঠামোর পরিবর্তন ঘটলেও কোনও বর্ধিত বকেয়া পাবেন না কর্মচারীরা, এমনটাই পরিকল্পনা মোদি সরকারের। এর আগে বেতন হার নিয়ে অখুশি কর্মী সংগঠন ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকা করার দাবি জানিয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*