অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়..

Spread the love

রোজদিন ডেস্ক :- হাসপাতালে ভর্তি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। রবিবার সকালে বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। আজ বেলায় তাঁর শরীরে ছোট অস্ত্রোপচার হবে। তবে এবার চোখে নয়। সূত্রের খবর, অভিষেকের পেটে অস্ত্রোপচার হবে। আজ সকালে হাসপাতালে ভর্তির পরেই অভিষেকের পরীক্ষানিরীক্ষা শুরু হয়েছে। তবে চিন্তার কোনো বিশেষ কারণ নেই বলে জানানো হয়।
লোকসভার ভোট মিটতেই তিনি নিজে ট্যুইট করে জানিয়েছিলেন, চিকিৎসার জন্য সংগঠন থেকে ‘ছোট বিরতি’ নিচ্ছেন। রবিবার সকাল বেলায় তাঁর শরীরে ছোট অস্ত্রোপচার হওয়ার কথা। অস্ত্রোপচারের পর পরিস্থিতি বুঝে এদিনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। এর আগে অভিষেক চিকিৎসার জন্য দুবাই ও মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এবারে অবশ্য আর বিদেশ না, কলকাতার বেসরকারি হাসপাতালের পরিষেবাতেই ভরসা রাখছেন তিনি। অভিষেক হাসপাতালে ভর্তি হয়েছেন, এই খবর পেয়েই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

তিনি বিরতি নেবেন আগেই জানিয়েছিলেন আর বলেছিলেন, “সেই বিরতি তে সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভাল ভাবে অনুধাবনের সুযোগ আমার কাছে রয়েছে। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভাল ভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।”
অভিষেক লিখেছিলেন, “এই ‘ছুটি’ জনগণের সুবিধা-অসুবিধা এবং চাহিদার কথা আরও ভাল ভাবে বোঝার জন্য কাজে লাগাবেন তিনি। রাজ্য সরকার বাংলার সাধারণ মানুষের জন্য তাদের কাজ জারি রাখবে এবং মানুষের চাহিদা পূরণ করবে বলেও আশা ব্যক্ত করেছিলেন অভিষেক। পাশাপাশিই অভিষেক লিখেছিলেন, ‘কেন্দ্র-রাজ্য সংঘাতে’ বাংলার মানুষ তাঁদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ, ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে। তা যাতে নিশ্চিত হয়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধও করেছেন বলে জানিয়েছিলেন। রাজ্য সরকার তার দায়িত্ব পালন করবে বলেও নিজের বিবৃতিতে আশা প্রকাশ করেছিলেন তৃণমূলের সেনাপতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*