উপনির্বাচনে কে কোন দায়িত্বে থাকছেন সেই তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির..

Spread the love

রোজদিন ডেস্ক :- লোকসভা নির্বাচনের ফল নিয়ে কাটাছেঁড়া শিকেয় তুলে আপাতত আসন্ন উপনির্বাচনের খসড়া প্রার্থী বাছাই করল বঙ্গ বিজেপি। সেই প্রার্থী বাছাই হলো শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে। যদিও বিরোধী দলনেতা এ বিষয়ে আগেই নিজের মতামত জানিয়েছেন বলে বিজেপির একাংশের বক্তব্য।
লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের আসন একধাক্কায় ১৮ থেকে ১২-তে নেমে যাওয়ার পরে শনিবার রাজ্য বিজেপির কোর কমিটি বিধাননগরের অফিসে প্রথম বৈঠক করে। শুভেন্দু সেই বৈঠকে তো ছিলেনই না, উপরন্তু কোর কমিটির বৈঠক চলাকালীন বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। যদিও বৈঠক শেষ হওয়ার পরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ফোনে শুভেন্দুর সঙ্গে কথা বলেন।
বিরোধী দলনেতা বৈঠকে না থাকলেও দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সহ এবারে ভোটে বিজেপির প্রার্থী হওয়া একদল নেতা-নেত্রী বৈঠকে ছিলেন। এছাড়া মঙ্গল পাণ্ডে সহ বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য, আশা লাকড়াও ছিলেন এদিনের বৈঠকে।

রায়গঞ্জ, মানিকতলা, বাগদা এবং রানাঘাটে দক্ষিণ কেন্দ্রে হতে চলেছে এই উপনির্বাচন। রবিবার সন্ধ্যায় বিজেপির তরফে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে চার আসনের দায়িত্বপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, রায়গঞ্জ আসনের দায়িত্বে থাকবেন নিখিল রঞ্জন দে। এছাড়াও রানাঘাট দক্ষিণের দায়িত্ব সামলাবেন প্রবাল রাহা, মানিকতলায় দীপাঞ্জন কুমার গুহ এবং আর বাগদা বিধানসভা উপনির্বাচনে কৃষ্ণেন্দু মুখার্জি ও অনল বিশ্বাস।
এ দিনের বৈঠকে চারটি বিধানসভা কেন্দ্রের জন্য মোট ১২ জন প্রার্থীর খসড়া তালিকা তৈরি করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য তিনজন প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*