প্রাথমিকের দুর্নীতির শেষ দেখতে সিবিআই কে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর নির্দেশ হাইোর্টের..

Spread the love

রোজদিন ডেস্ক :- 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের । শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে এবার সিবিআইকে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন । বিচারপতির বক্তব্য, “পৃথিবীর যেকোনও প্রান্তের বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে পারবে সিবিআই ।”
2014 সালের নিয়োগ দুর্নীতিতে ওএমআর নিয়ে সন্দেহ মেটাতে সরকারি ও বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার সাহায্য নিতেও সিবিআইকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । আদালতের বক্তব্য, আইবিএম, উইপ্রো, টিসিএস বা যেকোনও বেসরকারি আইটি সংস্থার সাহায্য নিক সিবিআই । একই সঙ্গে সরকারি কোনও সংস্থার, এমনকি এথিক্যাল হ্যাকার, তিনি দেশের বাইরের হলেও তার সাহায্য নিতে পারবে সিবিআই । এই জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ।
এ দিন সিবিআইয়ের তরফে জমা পড়া ওএমআর সংক্রান্ত রিপোর্ট দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি মান্থা । তারপরেই তিনি এই নির্দেশ দেন । আদালতে উপস্থিত সিবিআই অফিসারদের বিচারপতি বলেন, ‘‘প্রয়োজনে একটা সরকারি সংস্থা, অন্য একটা বেসরকারি আইটি সংস্থার সাহায্য নিন ।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*