উত্তীর্ণতে দলের কোর কমিটির বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সুপ্রিমো বলেন, তৃণমূল না থাকলে বাংলার মাটি মরুভূমি হয়ে যাবে, তৃণমূল কংগ্রেসকে রাজ্যর পাশাপাশি দেশ গঠনের জন্যও কাজ করতে হবে।
সুপ্রিমো আরও বলেন,
১) আগামী ১৩ ফেব্রুয়ারি আরও ৮০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তার কাজের সূচনা করা হবে। ৩ লক্ষ লোককে জমির পাট্টা দেওয়া হবে। আরও ৩ লক্ষ গীতাঞ্জলি বাড়ি হবে।
২) আর যাই হোক জনবিরোধী কাজ আমরা কোনোদিন করবো না। মা-মাটি- মানুষকে কাজ দিয়ে জীবন দিয়ে প্রমান দিতে হবে।
৩) পঞ্চায়েত ইলেকশন নিয়ে সুপ্রিমো জানান, প্রাইমারি মেম্বারদের লিস্ট তাড়াতাড়ি জমা দিন। কে কোন মেম্বার হবে, সেটা পার্টি ঠিক করবে।
৪) ত্রিপুরা ইলেকশন এ লড়তে পারছি না।
টাকা নেই বলে নির্বাচনে লড়তে পারছি না। ত্রিপুরায় আমাদের সংগঠন তৈরী হয়েছে। কিন্তু আমাদের পার্টি তে একটা গদ্দার ছিল সে বিজেপি তে চলে গেছে আর ত্রিপুরায় ওদেরও নিয়ে গেছে।
৫) ৫ মার্চ ব্লকে ব্লকে মহিলা মিছিল, ৭ মার্চ জেলায় জেলায় মিছিল হবে এবং ৮ মার্চ কলকাতার গান্ধী মূর্তি তে মহিলা দের মিছিল হবে আমি নিজে হাটবো সেখানে।
৬) মিডিয়া সেলের যুগ্ম কনভেনর দিপ্তাংশু এবং সুপর্ণ মৈত্র।
৭) উত্তরবঙ্গের মহিলা মিছিল হবে শিলিগুড়িতে।
৮) তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে এখন ওরা(বিরোধীরারা) শুন্য হয়ে গেছে। দৌলতাবাদে দূর্ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করেছে ওরা।
৯) পঞ্চায়েত ভোট ৩ থেকে ৪ মাসের মধ্যে হবে। পঞ্চায়েত এলাকা গুলিতে পড়ে থাকা কাজ গুলি সম্পূর্ণ করুন।
১০) জেলা পরিষদ থেকে ৮০০০ কিমি রস্তা তৈরীর করার কথা আছে। টেন্ডারের ব্যাপারে সাবধানি হবে, যাতে ভুল না হয়।
১১) শিশুশ্রী থেকে কেউ যেন বঞ্চিত না হয়।
১২) ওরা(বিরোধী দল গুলি) শকুনি হয়ে বসে আছে।একজন মরবে আর ওরা টিভি তে ভাষণ দেবে। ওদের যত বিপ্লব টিভির সামনে।
১৩) মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে মাইক বাজাবেন না পরিক্ষার সময়।
১৪) কৃষক সারা দেশে আত্মহত্যা করেছে, কৃষক হত্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি, FRDI বিল এগুলো নিয়ে প্রতিবাদ শুরু করতে হবে। জেলা পঞ্চায়েত সম্মেলন করবেন,
২২-২৫ মার্চ জেলায় জেলায় ব্লকে ব্লকে।
১৫) শনিবার রবিবার বিকেলের পর প্রতি সপ্তাহে মাধ্যমিকের আগে পর্যন্ত মিছিল করতে হবে।
১৬) তৃণমূল শ্রমিক ইউনিয়ন কারোর একার কথায় চলবে না। যা বলে দেব তাই করতে হবে। প্রদীপ ব্যানার্জী চেয়ারম্যান এবং দোলা সেন প্রেসিডেন্ট। এক সঙ্গে তৃণমূল ভবনে রেগুলার মিটিং করবেন।
১৭) সৌকত মোল্লাকে তুলোধনা করলেন এদিন। প্রকাশ্যে সৌকত মোল্লা, গোবিন্দ নস্কর, জয়ন্ত নস্করকে হুশিয়ারী দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়, বাসন্তি, ক্যানিং-এ আমি আর কোনো গন্ডগোল সহ্য করবো না। এবার না শুনলে আর কিন্তু বরদাস্ত করবো না। সরিয়ে দেবো। বললেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment