অন্ধ্র বিহারকে স্পেশাল সুবিধা, সমালোচনার উঠছে ঝড়

Spread the love

অমৃতা ঘোষ (২৩ জুলাই) :-

তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।চলতি বছরের বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে অধিক গুরুত্ব দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। বিহার নিয়ে নির্মলা সীতারমন জানান, সকলেই জানি বিহারে কী পরিমাণ বন্যা হয়। বন্যা ও খরা নিয়ন্ত্রণে বিহারের জন্য ১১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। ৪টি হাইওয়ে ও ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে ২৬ হাজার কোটি টাকা। ২১ হাজার কোটির তাপবিদ্যুৎ কেন্দ্র হবে। এছাড়া বিহারে নতুন বিমান বন্দর, মেডিক্যাল কলেজ হবে বলেও জানান নির্মলা সীতারামন। পর্যটনের জন্য ঢেলে সাজানো হবে বুদ্ধগয়া, নালন্দাকে।
বিহারের প্রতি এত ঔদার্য প্রদানকে সহজ ভাবে নেইনি নেটিজেনরা। বাজেট পেশের পরে পরেই কিছু মিম শেয়ার হতে দেখা দিয়েছে এক্স হ্যান্ডেলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*