সোনারপুরে একটি বাচ্চাকে পিষে দিল ৪ চাকা গাড়ি, বিক্ষোভে স্থানীয় জনগণ

Spread the love

অমৃতা ঘোষ (২৫ জুলাই):-

ক্লাস ২ এর একটি বাচ্চা কে পিষে দিল একটি মারুতি ৪ চাকা গাড়ি। ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার শহরতলী সোনারপুর এলাকায় একটি শিশু নিকেতন স্কুলের বাইরে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা এক সাংবাদিকের খবর অনুযায়ী , বাচ্চাটি রোজকার মতো তাঁর মায়ের হাত ধরে স্কুল ছুটির পরে মেইন রাস্তা পার করছিল, ঠিক সেই সময়ই একটি দুরন্ত মারুতি ৪ চাকা গাড়ি পিষে চলে যায় বাচ্চা টিকে, এবং তার মা ছিটকে পড়েন রাস্তার উল্টো দিকে। ঘটনাস্থলেই কাছাকাছি একটি বেসরকারি নার্সিংহোমে তাদের ভর্তি করা হয়। এবং এখন তাঁরা ২জনেই চিকিৎসাধীন বলে সূত্রের খবর।

ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত ভিড় করে থাকা সমস্ত বাচ্চাদের অভিভাবকরা আন্দোলনে নেমে পড়েছেন এবং অবরোধে বসেছেন। তাদের বক্তব্য দীর্ঘদিন ধরেই ওই রাস্তায় স্কুল ছুটির পর ভিড় হয়। আর মেইন রোডের পাশেই হওয়ার দরুন গাড়ি অবাধে চলতে থাকে। কিন্তু ওই জায়গায় নাহ কোনো ট্র্যাফিক পুলিশ থাকে ছুটির সময় আর নাহ কোনো বাম্পার তৈরি করা আছে ওখানে।


তাই যথারীতি দীর্ঘদিন ধরেই তাঁরা এই সমস্ত সমস্যার মধ্যে বাচ্চাদের নিয়ে আসেন স্কুলে।

গাড়ির চালকের কোনো হদিশ পাওয়া যায় নি এখনো। তবে সোনারপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে নেমে পড়েছেন তদন্তে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*