অখিল গিরি কে পদত্যাগ করতে বলল শীর্ষ নেতৃত্ব..

Spread the love

পিয়ালি :- অখিল গিরি কে বলা হলো মন্ত্রী সভা থেকে পদত্যাগ করার জন্য। পদত্যাগ না করলে অখিল গিরি কে মন্ত্রী সভা থেকে বরখাস্ত করা হবে। ১৩ বছরের তৃণমূল শাসনে এ এক বিরল ঘটনা। বলা যায় বেনজির। নিজের মন্ত্রী সভার মন্ত্রী কে সরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাতে চেয়েছেন অপরাধ করলে কাউকে রেয়াৎ করা হয় না।
এর আগে অখিল গিরি কে ফোন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকসী।
অখিল প্রসঙ্গে কড়া হয় তৃণমূল। বলা হয়, ‘ হয় ক্ষমা চাও ওই মহিলা অফিসার এর কাছে, নাহলে পদত্যাগ করো।’

প্রসঙ্গত গতকাল এক মহিলা রেঞ্জ অফিসার মনীষা সাউ কে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন অখিল গিরি। তাজপুরে জবর দখল উচ্ছেদে গিয়েছিলেন ওই মহিলা অফিসার। তাজপুর রামনগর বিধানসভার রামনগর-১ নম্বর ব্লকের মধ্যে পড়ে এই এলাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*