একনজরে-
১) রাজ্যপালের ভাষণ এবং বাজেট আলোচনা কেন একদিনে, একসঙ্গে? বিধানসভা অধিবেশনে আলোচনায় প্রশ্ন কংগ্রেস বিধায়ক অসিত মিত্রের।
২) আপনারা বামেদের সঙ্গে ক্লাব করছেন। অসিত মিত্রর প্রশ্নের উত্তরে কটাক্ষ উপ মুখ্য সচেতক তাপস রায়ের।
তাপস রায় আরও বলেন, আপনাদের নেত্রী সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে চাইছেন, আর আপনারা এই রাজ্যে এইসব করছেন।
৩) বিধানসভায় দৌলতাবাদের প্রসঙ্গ উঠতেই হট্টগোল শুরু কংগ্রেস বিধায়কদের। ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় কংগ্রেস।
এরপর ওয়েলে নেমে কংগ্রেসের বিক্ষোভ তুলে নিতে অনুরোধ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, তৃণমূল বিধায়ক তাপস রায় এদিন কংগ্রেসের উদ্দেশ্যে বলেন, আপনারা দৌলতাবাদে ডিএম , এসপিদের ঢুকতে বাধা দিয়েছেন। তারপরেই বিক্ষোভ শুরু করে কংগ্রেস।
এদিন তাপস রায়ের প্রশ্নের উদ্দেশ্য করে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, কেন তথ্য ছাড়া দৌলতাবাদ নিয়ে যুক্তিহীন বক্তব্য রাখছেন তাপস বাবু?
এদিন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বিক্ষোভ দেখানোর সময় উত্তেজিত হয়ে পড়েন। এরপর মনোজ চক্রবর্তীর ব্যবহার ভালো হাওয়া উচিৎ বলে মন্তব্য করেন বিধানসভার অধ্যক্ষ। শুরু হয় ফের বিক্ষোভ। মোট দু দফায় প্রায় ১৫ মিনিট বিক্ষোভ দেখায় কংগ্রেস। এদিকে ওয়েলে নেমে বিক্ষোভ দেখানো নিয়ে কক্ষের মধ্যেই আব্দুল মান্নানের সঙ্গে মতবিরোধ দেখা যায় মনোজ চক্রবর্তীর।
Be the first to comment