আরজিকরের নির্যাতিতার বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী, কথা বলছেন মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গে

Spread the love

 

চিরন্তন ব্যানার্জি:-

আরজিকর হাসপাতালে ছাত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল গোটা রাজ্য। কলকাতা থেকে জেলা একাধিক হাসপাতালে চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। এরই মাঝে সোদপুরে নির্যাতিতার বাড়িতে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ নিহত ছাত্রীর বাড়িতে পৌঁছে তাঁর বাবা, মায়ের সঙ্গে দেখা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ঘটনার পরদিনই নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন মমতা।

আরজিকর হাসপাতালে ছাত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল গোটা রাজ্য। কলকাতা থেকে জেলা একাধিক হাসপাতালে চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। এরই মাঝে সোদপুরে নির্যাতিতার বাড়িতে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ নিহত ছাত্রীর বাড়িতে পৌঁছে তাঁর বাবা, মায়ের সঙ্গে দেখা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ঘটনার পরদিনই নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন মমতা।
মনে করা হচ্ছে, পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি তদন্তের অগ্রগতি সম্পর্কে পরিবারকে ওয়াকিবহাল করতেই মুখ্যমন্ত্রীর এই আগমন। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পরই এ ব্যাপারে কড়া বিবৃতি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে অপরাধীর সর্বোচ্চ সাজা ফাঁসি হওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি। পরিবার চাইলে সিবিআই তদন্ত হবে বলেও জানিয়েছিলেন মমতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*