রেলের সুরক্ষা ও আধুনিকীকরণেই সবচেয়ে বেশি জোর দিলো কেন্দ্র

Spread the love

রেল বাজেটে রেলের সুরক্ষা ও আধুনিকীকরণে জোর দিল মোদি সরকার। কেন্দ্রীয় বাজেটে রেলের জন্য ১ লক্ষ ৪৮ হাজার ৫২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা এখনও পর্যন্ত রেকর্ড। তবে এবারের রেল বাজেটে সেইরকম বড় কোনও ঘোষণা করেননি অর্থমন্ত্রী অরুণ জেটলি। রেলের সুরক্ষা ও আধুনিকীকরণেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

একনজরে রেল বাজেট-

· রেলে বরাদ্দ ১ লক্ষ ৪৮ হাজার ৫২৮ কোটি টাকা। যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি।

· রেলের সুরক্ষায় সবচেয়ে বেশি জোর দেওয়া হবে। কুয়াশা সুরক্ষা ডিভাইসের ব্যবহার বৃদ্ধি করা হবে।

· রেলের বৈদ্যুতিকীকরণে জোর দেওয়া হবে। রেলের পরিবহন ক্ষমতা বাড়ানোয় জোর দেওয়া হবে।

· রেলের সম্পত্তি লাভজনক ব্যবহারে জোর। প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ের অবলুপ্তি ঘটানো হবে।

· মুম্বইয়ের রেল পরিবহন ক্ষমতা বাড়ানো হবে। বেঙ্গালুরু শহর এলাকার জন্য ১৬০ কিমি নতুন রেলপথ তৈরী হবে।

· ১২ হাজার ওয়াগন, ৫ হাজার ১৬০টি কোচ এবং ৭০০টি ইঞ্জিন নেওয়া হচ্ছে।

· ৬০০ টি প্রধান রেল স্টেশনের পরিকাঠামো উন্নতি করা হবে। যে সমস্ত রেল স্টেশনগুলিতে ২৫ হাজার যাত্রী যাতায়াত করেন, সেখানে চলমান সিঁড়ির ব্যবস্থা করা হবে।

· সব স্টেশন ও ট্রেনে ওয়াইফাই ও সিসিটিভি-র ব্যবস্থা করা হবে।

· ১৮ হাজার কি.মি ডবল রেলপথ তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

· গত বছরের সেপ্টেম্বরে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। ভদোদরাতে একটি রেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। যেখানে হাইস্পিড রেলপথের জন্য প্রয়োজনীয় কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*