বাজেটে অবশেষে দাম কমল পেট্রোল ডিজেলের। শুল্ক কমায় সস্তা হচ্ছে পেট্রোল, ডিজেল। লিটারে ২ টাকা করে দাম কমছে পেট্রোল ও ডিজেলের। প্রসঙ্গত গত কয়েক মাস ধরেই উর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দাম। বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলি আবগারি শুল্ক কমানোর কথা ঘোষণা করেন। আর এতেই প্রভাব পড়ে পেট্রোপণ্যের দামে।
এর ফলে অশোধিত পেট্রোলের দাম ৬.৪৮ টাকা প্রতি লিটার থেকে কমে হল ৪.৪৮ টাকা প্রতি লিটার। অন্যদিকে, শোধিত পেট্রোলের দাম ৭.৬৬ টাকা প্রতি লিটার থেকে কমে দাঁড়াল ৬.৩৩ টাকা।
আবগারি শুল্ক কমায় কমেছে ডিজেলের দামও। এখন প্রতি লিটারে ১০.৬৯ টাকা থেকে দাম কমে দাঁড়াল ৮.৬৯ টাকা প্রতি লিটার।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে রেকর্ড ছুঁয়েছে পেট্রোলের দাম। আকাশছোঁয়া দামে মিলছে পেট্রোল। দামের রেকর্ডে পিছিয়ে নেই ডিজেলও।
Be the first to comment