চট শিল্প ধ্বংসে কেন্দ্র চক্রান্ত করছে : মলয়, ঋতব্রত

Spread the love

রোজদিন ডেস্ক :-

বাংলার চটশিল্পকে ধ্বংস করা কেন্দ্রীয় সরকারের চক্রান্তের বিরুদ্ধে সোমবার ১২ আগস্ট বেঙ্গল চেম্বার অফ কমার্স বিল্ডিং এর সামনে রাজ্য INTTUC র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শ্রম ও আইনমন্ত্রী মালয় ঘটক, INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, INTTUC উত্তর কলকাতার সভাপতি স্বপন সমাদ্দার প্রমুখ।
এক সময় হুগলি নদীর চারপাশে গড়ে ওঠা বাংলার চট শিল্প ছিল রাজ্য তথা দেশ ছাড়িয়ে বিদেশেরও গৌরভ। কিন্তু কেন্দ্রীয় সরকারের ভুল ও অদূরদর্শী নীতির জন্য ছোট শিল্প আজ ভুগছে। অবিলম্বে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে হুশিয়ারি দেন INTTUC নেতৃবৃন্দ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*