আজকের দিন

Spread the love

জ্যাকি শ্রফ

(জন্ম: ১ ফেব্রুয়ারি, ১৯৫৭)
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। বলিউডে প্রায় চার দশক ধরে তিনি কাজ করে চলেছেন। এ পর্যন্ত হিন্দি, কোঙ্কণী, কন্নড়, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবী, বাংলা, মালয়ালম, তামিল ও তেলুগু ভাষায় তিনি প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
১৯৮৩ সালে তিনি সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রে তিনি অভিনয় করেন, এই ছবিটি বিশেষ জনপ্রিয় হয়েছিল।
ব্রাদাস, চেহেরে, মখমল, এটিএম, ফ্রিকি আলি, জজবা ইত্যাদি বহু ছবিতে তিনি অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

===============================================================================================

অজয়সিংজি দৌলতসিংজি জাদেজা

(জন্ম: ১ ফেব্রুয়ারি, ১৯৭১)
তিনি গুজরাটের যমনগর এলাকায় জন্মগ্রহণ করেন। এক ভারতীয় ক্রিকেটার হিসাবে তিনি বিশেষ পরিচিত। ১৯৯২ থেকে ২০০০ মেয়াদে ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন অজয় জাদেজা। এছাড়াও, তিনি ভারত দলকে ১৩টি একদিনের খেলায় নেতৃত্ব দিয়েছেন।
সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনি মোট ১৫টি টেস্ট ও ১৯৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৯৯০-এর দশকের শেষার্ধ্বে তার দ্রুতগতিতে রান তোলা বেশ স্মরণীয় হয়ে আছে। এছাড়াও তিনি দলের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে সুখ্যাতি পেয়েছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

=============================================================================================

ব্রহ্মানন্দম কান্নেগন্তি

জন্ম : ১ ফেব্রুয়ারি, ১৯৫৬ তিনি একজন ভারতীয় প্রবীণ চলচ্চিত্র ও কৌতুক অভিনেতা হিসেবে সুপরিচিত। সাধারণত তেলেগু চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। বর্তমানে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সর্বাধিক স্ক্রীন ক্রেডিটধারী জীবিত চলচ্চিত্র অভিনেতা।ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য তিনি ২০০৯ সালে পদ্মশ্রী পুরস্কারে ভুষিত হন।তাঁকে ভারতের একজন শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসাবে গন্য করা হয়, বিশেষ করে তিনি তার কৌতুক অভিব্যক্তিগুলোর জন্য সুপরিচিত।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*