জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্যভবন অভিযান

Spread the love

চিরন্তন ব্যানার্জি:-

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনার মধ্যেই ১৪ আগষ্ট মধ্যরাতে হাসপাতালে হামলার ঘটনায় উত্তাল রাজ্য সহ গোটা দেশ। এর প্রতিবাদে প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল ময়দানে নামছে। এমন পরিস্থিতিতে বুধবার পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা। বুধবার বেলা ১২টার সময় তাঁরা সিজিও কমপ্লেক্সের সিবিআইয়ের সদরদপ্তর সামনে জমায়েত করেন। সেখান থেকে মিছিল করে স্বাস্থ্যভবনে যাচ্ছেন। সেখানে ডেপুটেশন জমা দেওয়ার কথা। তাঁদের অভিযোগ, আর জি করের নতুন অধ্যক্ষের দেখা নেই। স্বাস্থ্যভবনে বসেই কাজ চালাচ্ছেন তিনি। পাশাপাশি তাঁদের সহকর্মীর ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে এই মিছিল শুরু হয়।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা কর্মসূচিতে সমর্থন জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। শুধু জুনিয়র চিকিৎসকেরা নয়, বহু সিনিয়র চিকিৎসকও মিছিলে উপস্থিত হয়েছেন।
উল্লেখ্য, আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুনের পর ১০ দিন অতিক্রান্ত। অথচ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ছাড়া নতুন করে কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই।

বিস্তারিত আসছে….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*