মহারাষ্ট্রের সভা থেকে মোদীর হুমকার, নারী নির্যাতনের কোনো ক্ষমা হবে না

Spread the love

রোজদিন ডেস্ক :-

দেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। সে কলকাতায় আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা হোক বা বদলাপুর স্কুলের যৌন নির্যাতন , কিংবা আসাম গণধর্ষণ মামলা। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে সরব হলেন। রবিবার মহারাষ্ট্রের জলগাঁওতে ‘লাখপতি দিদি সম্মেলনে’ মোদি বলেন, মহিলাদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নারী নিরাপত্তা নিয়ে রাজ্যগুলিকে বার্তা দেন প্রধানমন্ত্রী। মহিলাদের উপর অত্যাচার কোনও ভাবে মেনে নেওয়া যায় না। যদিও প্রধানমন্ত্রী কোনও রাজ্যের নাম উল্লেখ করেন নি। রাজনৈতিক মহলের মতে আরজি করের আবহে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
কর্তব্যরত অবস্থায় আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দোষীদের শাস্তি দাবিতে ও নিরাপত্তা চেয়ে কর্মবিরতিতে নেমেছে জুনিয়র চিকিৎকসরা। নারীদের যৌন হেনস্থার মতো ইস্যুতে আরও কড়া আইন আনার প্রয়োজনীয়তার কথা কেন্দ্রের কাছে তুলে ধরেছেন দলমত নির্বিশেষে রাজনীতিকরা। বাংলার মুখ্যমন্ত্রী এনিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছেন। এবার আরজি করের নাম না করে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধের কড়া শাস্তির জন্য প্রয়োজনীয় আইনের কথা বললেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে শক্তিশালী এবং কঠোর আইন তৈরি করছি। তিনি এখনকার আইনগুলির সংশোধন এবং নতুন আইন প্রণয়নের মাধ্যমে নারীদের জন্য ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করার কথা বলেন। আমরা ভারতীয় ন্যায় সংহিতা এনেছি এবং অনেক সংশোধন করেছি। স্পষ্টভাবে বলা রয়েছে কোন অপরাধে কী শাস্তি।। আমি নিশ্চিত করছি, মহিলাদের উপর সমস্ত অত্যাচার বন্ধ করে রাজ্য ও সরকারের পদক্ষেপে পাশে আছে কেন্দ্র। সরকার অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে বদ্ধপরিকর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*