১২ ঘন্টা ধরে নিজেদের জায়গায় অনড় আন্দোলনকারীরা, দাবি একটাই সিপির পদত্যাগ

Spread the love

 

অমৃতা ঘোষ:-

কাল থেকে প্রায় ১২ ঘণ্টার বেশি হয়ে গেল। মঙ্গলবার সকাল পর্যন্ত লালবাজারের সামনে ঠাঁই বসে তারা। চলছে অবস্থান-বিক্ষোভ। অনড় জুনিয়র চিকিৎসকরা।

লালবাজার থেকে আধ কিলোমিটার দূরে ফিয়ার্স লেনে এখনও অবস্থান চলছে জুনিয়র ডাক্তারদের। তাঁদের দাবি একটাই, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ।

আন্দোলনকারীদের দাবি যতক্ষণ না তাঁদের এই দাবি পূরণ হচ্ছে, তাঁরা একচুলও নড়বেন না অবস্থান থেকে। তাদের দাবি মানতেই হবে। মঙ্গলবার ভোরে এই পরিস্থিতির মধ্যেই সকলকে এড়িয়ে লালবাজার ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় সিপি-কে। আন্দোলনকারীদের মুখোমুখি তিনি হবেন কিনা, সে নিয়ে এখনও কিছু জানা যায়নি।

তবে জুনিয়ার চিকিৎসকদের বক্তব্য, হয় পুলিশ কমিশনার পদত্যাগ করুন, কিংবা তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করুন। অথবা ব্যারিকেড সরিয়ে চিকিৎসকদের যেতে দেওয়া হোক লালবাজারের দিকে। এই দাবিতেই আপাতত ফিয়ার্স লেনে ট্রাম লাইনের উপর অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*