বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ না বসায় আরজিকর মামলা শুনানি নিয়ে অনিশ্চয়তা তৈরি

Spread the love

চিরন্তন ব্যানার্জিঃ

আরজি কর মামলার শুনানি পিছিয়ে গেল দেশের উচ্চ আদালতে। বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিলো সুপ্রিম কোর্টে। কিন্তু, দেশের শীর্ষ আদালতের তরফে বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে উল্লেখ করা হয় বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসছে না।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতি ৫ সেপ্টেম্বর আদালতে বসবেন না। ফলে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের সঙ্গে তাঁর বেঞ্চ বৃহস্পতিবার বসছে না। তবে এই দুই বিচারপতি পৃথক ভাবে বেঞ্চ বসাবেন এবং ১০ নম্বর কোর্টের কিছু মামলা শুনবেন। ওই বেঞ্চে কোন কোন মামলা শোনা হবে, তার তালিকা পরে প্রকাশিত হবে। আরজি কর মামলা তালিকায় থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আরজি কর-কাণ্ডে মামলাকারীর পক্ষে লড়ছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার শুনানি থাকায় তিনি বুধবার সন্ধ্যাতেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। পথে জানতে পারেন, প্রধান বিচারপতির বেঞ্চ না বসছে না। বিমানবন্দর থেকে বিকাশ বলেন, ‘‘এটা আগে থেকে আমাদের জানানো উচিত ছিল। বেঞ্চ না বসার কথা এখন জানতে পারছি। এতে আমাদের সময়, টাকা দু’টোই নষ্ট হল।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*