পুলিশ তাঁদের টাকা দিতে চেয়েছিল।’ নির্যাতিতা বাবা মায়ের দাবির পালটা ভিডিও প্রকাশ করে সাংবাদিক বৈঠক করল তৃণমূল

Spread the love

 

চিরন্তন ব্যানার্জি:-

৪ তারিখ অর্থাৎ বুধবার রাতে আরজি কর হাসপাতালে এক সাংবাদিক বৈঠক করে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা বলেছিলেন, ‘পুলিশ তাঁদের টাকা দিতে চেয়েছিল।’ ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তৃণমূল ভবন রাজ্যের মন্ত্রী ডাক্তার শশী পাঁজা ও ব্রাত্য বসু এক সাংবাদিক বৈঠক করে ওই বক্তব্যের বালটা আরও একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিয়োয় আবার নির্যাতিতার বাবা-মা বলেছিলেন, তাঁরা এমন কোনও মন্তব্য করেননি। তৃণমূল প্রকাশিত ভিডিয়োটিতে তাঁদের বলতে শোনা যাচ্ছে, ‘‘কে বলছে এটা? এটা সম্পূর্ণ মিথ্যা। কে এসব প্রচার করছে? আমরা কখনও এসব বলিনি।’’ এই দু’টি ভিডিয়ো প্রকাশিত হওয়ার পরে বৃহস্পতিবার রাতে নির্যাতিতার বাবা-মায়ের আরও একটি বক্তব্য প্রকাশ্যে আসে। সেখানে তাঁদের বলতে শোনা যাচ্ছে, ‘টাকা দেওয়া হয়নি’ কথাটি তাঁদের চাপ দিয়ে বলানো হয়েছিল।

তিনটি ভিডিয়োয় (ওই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি রোজদিন) নির্যাতিতার বাবা-মায়ের তিন রকম বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ওই ভিডিয়ো নিয়ে আগেই তৃণমূল সাংবাদিক বৈঠক করেছে। বৃহস্পতিবার তার পরে তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, ‘‘অভিযোগ মারাত্মক। টাকা কিংবা টাকা নয় দু’রকম ভিডিয়োই প্রকাশ্যে। কৌতূহল, টাকার অভিযোগটা কি সিবিআইকে দেওয়া বয়ানে ছিল? না থাকলে, কেন এত বড় অংশটা সিবিআইকে বলা হয়নি? আর যদি বলা হয়েই থাকে তা হলে সিবিআই এত দিন সংশ্লিষ্ট অফিসারকে ডেকে জিজ্ঞাসাবাদ করল না কেন?’’
বৃহস্পতিবার কিছুটা একই সুরে তৃণমূলের তরফে ডাকা সাংবাদিক বৈঠকে রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঁজাও সিবিআইকে তদন্ত করে দেখতে বলেছিলেন ওই অভিযোগ। তাঁরা প্রশ্ন তুলেছিলেন, ওই অভিযোগ তাঁরা সিবিআইকে কেন জানাননি? বা বললে সিবিআই এত দিন কেন তার তদন্ত করেনি? বা সে বিষয়ে কাউকে কিছু জানায়নি?
প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজের বুধবারের কর্মসূচিতে ‘টাকা’ নিয়ে মন্তব্য করেছিলেন নির্যাতিতার বাবা-মা। কলকাতা পুলিশের বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ করেছিলেন। নির্যাতিতার বাবা বলেছিলেন, ‘‘আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম। কিন্তু ৩০০-৪০০ পুলিশ টালা থানা ঘিরে রেখেছিল। আমরা সেখান থেকে ফিরে যাই। দেহ দাহ করতে দিতে বাধ্য হই আমরা। মেয়ের দেহ যখন বাড়িতে তখন ডিসি নর্থ ঘরের ভিতরে নিয়ে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেন। আমরা আমাদের মতো জবাব দিই।’’ এমনকি, তাঁদের সাদা কাগজে সই করানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবারও তাঁরা বলেছেন, ‘‘পুলিশ প্রথম থেকে আমাদের চাপ দেওয়ার চেষ্টা করছে। কাল ওঁদের বিরুদ্ধে আমাদের আরও অভিযোগ ছিল। আমাদের প্রশ্ন ছিল, কেন ঘটনার পরে জায়গাটা সিল করা হয়নি? কেন তার পর দিনই সেমিনার রুমের পাশের ঘরটা ভেঙে দেওয়া হল?’’
যদিও তৃণমূলের পাল্টা প্রশ্ন, যদি তাই হবে, তবে এখন তো সিবিআইয়ের হাতে তদন্ত রয়েছে। তারা ওই সমস্ত অভিযোগের তদন্ত করছে না কেন? যদিও এব্যাপারে নির্যাতিতার বাবা-মাকে কোনও রকম প্রশ্ন না করার আবেদন করে তৃণমূল বলেছে, ‘‘আমরা সবই শুনেছি। অনেক রাজনৈতিক দল এই সময় রাজনীতি করছে। তাঁদের কাছে আমাদের অনুরোধ ওঁরা অত্যন্ত শোক সন্তপ্ত। একমাত্র সন্তানকে তাঁরা হারিয়েছেন। এই পরিস্থিতিতে ওঁদের কথা নিয়ে আমরা কিছু বলব না। অন্য রাজনৈতিক দলগুলিকেও অনুরোধ করব, এমন কিছু না করতে।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*