আরজি করের প্রতিবাদের মিছিল, প্রাক্তন পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে গর্জে উঠলো সোনারপুর

Spread the love

 

অমৃতা ঘোষ:-

সোনারপুর কামরাবাদ এলাকার শতাব্দী প্রাচীন বিদ্যালয় কামরাবাদ উচ্চ বিদ্যালয় এবং কামরাবাদ গার্লস হাই স্কুল যা বহু ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী। সম্প্রতি কলকাতা R.G. Kar হাসপাতালের একজন জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যা করার যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে সকলে মিলে অর্থাৎ প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একটি অরাজনৈতিক প্রতিবাদী পদযাত্রার আয়োজন করেছে। এই পদযাত্রায় উপস্থিত থাকবেন দুই স্কুল এর বর্তমান ও প্রাক্তন শিক্ষক – শিক্ষিকা গণ। এই নৃশংস অপরাধের বিরুদ্ধে তারা তাদের ঐক্যবদ্ধ প্রতিবাদী কণ্ঠস্বর এবং ন্যায়ের দাবি জানাতে চলেছেন।

এই প্রতিবাদী আন্দোলনে সবাইকে আহ্বান করা হচ্ছে আগামী ৮/৯/২০২৪ তারিখ, রবিবার, বিকেল ৫ ঘটিকায় সোনারপুর কামরাবাদ রেল গেটের সামনে থেকে তাদের সঙ্গে এই পদযাত্রায় যোগদান করে মানবতার পাশে দাঁড়ানোর জন্য।

 

এর সাথে কিছু অনুরোধ:-

১) মিছিলের সামনের অংশে ছাত্রীরা থাকবেন ও দ্বিতীয় অংশে ছাত্ররা থাকবেন।

২) মিছিলের সামনে একটা ব্যানার থাকবে। আর কেউ কোন ব্যানার আনবেন না।

৩) দুটি টোটো মাইক সমেত মিছিলের সাথে থাকবে স্লোগানের জন্য।

৪) যারা পারবেন তারা জাতীয় পতাকা নিয়ে আসবেন।

৫) কোনো রকম রাজনৈতিক স্লোগান, ব্যানার , ফ্ল্যাগ, ফেস্টুন ও পোস্টার ব্যবহার করবো না।

৬) যদি কেউ কোনো পোস্টার নিয়ে আসেন , সেটা অবশ্যই অরাজনৈতিক হওয়া চাই।

৭) সমস্ত প্রাক্তনীদের এই প্রতিবাদ মিছিলে আসার অনুরোধ করা হচ্ছে।

৮) এই প্রতিবাদ মিছিলে কালো পোশাক পরে আসার চেষ্টা করবেন।

৯) সুশৃঙ্খল ভাবে এই প্রতিবাদ মিছিল সম্পন্ন করার আহ্বান জানানো হচ্ছে।

আসুন, আমরা সবাই একসঙ্গে মিলে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের দায়িত্ব পালন করি।

📱কামরাবাদ উচ্চ বিদ্যালয়
1. 9903174277
2. 9051371900
3. 9830690773

📱কামরাবাদ গার্লস হাই স্কুল
1. 91233 70228

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*