
রোজদিন ডেস্ক:-
কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে হওয়া বৈঠকের মিনিটস..
রোজদিন ডেস্ক:-
কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে হওয়া বৈঠকের মিনিটস..
Spread the love চিরন্তন ব্যানার্জি:- বৃহস্পতিবার রাতে তাঁকে দিল্লি এইমস হাসপাতালের ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর। দিন কয়েক আগেই ফুসফুসে সংক্রমণ নিয়ে এইমস-এ ভর্তি হয়েছিলেন এই সিপিআইএম নেতা। একদল চিকিৎসক তাঁর চিকিৎসায় নিয়োজিত […]
Spread the loveরোজদিন ডেস্ক :-‘পাঁচ বছরে বাংলায় নকশালদের দমন করা সম্ভব হয়েছে’। রাজ্য পুলিশর বড়সড় সাফল্যের কথা নিজে মুখে জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। যে সময় নকশাল দমন নিয়ে ঝাড়খন্ড, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক […]
Spread the loveরোজদিন ডেস্ক :- কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়ের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। রেড রোডে পুজোর কার্নিভালে এমারজেন্সি ডিউটির জন্য পুরসভার মেডিক্যাল টিমের হয়ে উপস্থিত ছিলেন তপোব্রত। কিন্তু আরজি করের জুনিয়র ডাক্তারদের […]
Copyright © 2018 | rojdin.in All rights reserved. Powered by Prismhub Online Solutions Pvt. Ltd.
Be the first to comment